Hero Karizma ZMR: হিরো ক্যারিশমা জেডএমআর আসছে আবার
বাজারে অনেকদিনের জল্পনা আবার আসছে হিরো ক্যারিশমা জেডএমআর। এবার কি সেই খবর সত্যি হতে চলেছে?
বাজারে অনেকদিনের জল্পনা আবার আসছে হিরো ক্যারিশমা জেডএমআর। এবার কি সেই খবর সত্যি হতে চলেছে? ২০২০তে হিরো মটোকর্প তাদের ওয়েবসাইট থেকে মোটরসাইকেলটির বিবরণ মুছে দেয়। শোনা যাচ্ছে ক্যারিশমা জেডএমআরের প্রোডাকশন রেডি বেশ কিছু মডেল ডিলারদের কাছে এসেছে। সে ছবি ইন্টারনেটে ভাইরাল। নতুন মডেলের বাইকে থাকছে স্প্লিট সিট। একেবারে নতুন লুকে আসছে হিরো ক্যারিশমা জেডএমআর। থাকছে লিক্যুইড কুল্ড ইঞ্জিন নতুন ডিজাইন সাইলেন্সারেও। সামনের ও পিছনের চাকাতে থাকবে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। চাকায় ১২ ইঞ্চির অ্যালয় স্পোক এবং নতুন সাসপেনশন। থাকছে এলইডি টেল লাইট, হেড লাইট এবং ইন্ডিকেটর। পুরানো মডেলে থাকত ২২৩ সিসির ইঞ্জিন। ১৫ লিটার ফুয়েল ক্যাপাসিটির ইঞ্জিন মাইলেজ দিত ৪৮ কিলোমিটার। সামনের চাকায় ডিস্ক আর পিছনের চাকায় ছিল ড্রাম ব্রেক। বিশেষজ্ঞদের ধারনা নতুন মডেলে থাকবে এবিএস, ব্লুটুথ সংযুক্তি। রি লঞ্চড মডেলের দাম হতে পারে ১.৭৫ লক্ষ টাকা। বন্ধ হবার সময়ে বাইকটির দাম ছিল ৮৪,৫৫০ টাকা। সেপ্টেম্বর মাসে ২০২৩ এর উৎসবের মরসুমে লঞ্চ হতে পারে হিরো ক্যারিশমা জেডএমআর।