AC Servicing Tips: এসির গ্যাস কমলে বুঝবেন কীভাবে?
গরম পড়তেই AC চালাতে শুরু করেছেন অনেকেই। বেশি টাকা উপার্জনের লোভে, কেউ AC সার্ভিসিং করতে এসে ঠকিয়ে দিচ্ছে না তো?
গরম পড়তেই AC চালাতে শুরু করেছেন অনেকেই। বেশি টাকা উপার্জনের লোভে, কেউ AC সার্ভিসিং করতে এসে ঠকিয়ে দিচ্ছে না তো? এসি ঘর ভাল করে ঠান্ডা করতে না পারলে, মেক্যানিক বলে থাকেন, এসিতে গ্যাস কম রয়েছে। এক্ষেত্রে জেনে রাখা ভাল যে,এসিতে গ্যাস ভরতে খরচ কমপক্ষে ১,০০০ থেকে ১,৫০০ টাকা। AC-তে গ্যাস কম থাকলে কীভাবে বুঝবেন? আপনার ঘর ঠান্ডা হতে যদি বেশি সময় লাগে,তাহলে AC-র কোনও সমস্যা থাকতে পারে। এসির একাধিক সমস্যার একটি হল গ্যাস কমে যাওয়া। এয়ার কন্ডিশনারের ভেন্ট থেকে যদি উষ্ণ বাতাস বেরোতে থাকে,তাহলেও তাতে গ্যাস কম থাকতে পারে। আপনার বিদ্যুৎ বিল স্বাভাবিকের থেকে বেশি এলে এয়ার কন্ডিশনার সার্ভিসিং করুন। গ্যাস লেভেল কমে যাওয়ার ফলেও এমনটা হতে পারে। যদি রেফ্রিজারেন্ট লাইনারে বরফ জমা হতে শুরু করে,তাহলে আপনার AC-তে গ্যাসের ঘাটতি রয়েছে। রেফ্রিজারেন্টের অভাবে তামার নলে বরফ জমে। হিমায়িত বরফ যখন রেফ্রিজারেন্ট লাইনে গলতে শুরু করে,তখন জল আসতে শুরু করে। এ কারণে সামনের দিক থেকে জল পড়তে শুরু করে মেঝেতে আসে। এমনটা AC-র গ্যাসের সমস্যার কারণেও হতে পারে। আপনার AC যদি বুদবুদ বা হিসিং শব্দ করে,তাহলে তাতে রেফ্রিজারেন্ট কম আছে। এর মানে কোথাও একটি ফুটো আছে। সিস্টেমে ফুটো থাকলে আপনাকে তা দ্রুত মেরামত করতে হবে। তা না হলে সেখান থেকে গ্যাস লিক হতে পারে।