Mango Pizza: আম দিয়েই পিৎজা!
Mango Pizza: মুম্বইয়ের গ্যালেরিয়া মলের ফুড কোর্টে পাওয়া যাচ্ছে এই আমের পিৎজা। ভিডিয়োটি ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ৩ লাখ ১৭ হাজারেরও বেশি ভিউ হয়েছে। ৭হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন।
ম্যাঙ্গো পিৎজা’র নাম শুনেছেন? পিৎজার উপর আমের টপিং? না, পুরো পিৎজাটাই আমের তৈরি। ভাইরাল এই ম্যাঙ্গো পিৎজা দেখলে চোখ কপালে উঠবে । আমের পিৎজার ভিডিয়োটি bombayfoodie tales আইডি থেকে শেয়ার করা। একটি পিৎজা বেসের উপর চিজ সস লাগানো হল। তার উপর আমের ছোট ছোট টুকরো সাজানো হল। টুকরোগুলি খুব সুন্দর করে সাজানোর পর, অন্য সব সস দিয়ে পরিবেশন করা হল। এই পিৎজার দামও মাত্র ৯৯ টাকা। আম রসিকরা খেয়ে দেখতে পারেন এই ম্যাঙ্গো পিৎজা। এর আগে এমন পিৎজা খাননি। মুম্বইয়ের গ্যালেরিয়া মলের ফুড কোর্টে পাওয়া যাচ্ছে এই আমের পিৎজা। ভিডিয়োটি ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ৩ লাখ ১৭ হাজারেরও বেশি ভিউ হয়েছে। ৭হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন।
Published on: Apr 29, 2023 04:42 PM
Latest Videos