Red Popcorn: লাল পপকর্ন বানাবেন কীভাবে?

Red Popcorn: লাল পপকর্ন বানাবেন কীভাবে?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 29, 2023 | 7:36 PM

তেলে পড়া মাত্রই তরমুজ গলে লাল। মুহূর্তে তেলের রংও লাল হয়ে গেল। তার কিছুক্ষণ পরেই সেই তেলে ছেড়ে দেওয়া হল দুই প্যাকেট কর্ন । কর্নগুলি তরমুজ ও তেলের মিশ্রণটি টানতে শুরু করল । মুহূর্তে সেগুলি ফুলে পপকর্নের আকার ধারণ করল। এক্কেবারে টুকটুকে লাল পপকর্ন । দেখলে আপনারও চোখ কপালে উঠবে। ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি

গরমের প্রিয় ফল তরমুজ পরম শান্তি দেয়। তরমুজ যদি ফুটন্ত তেলে ভাজা হয়, তাহলে কী হতে পারে জানেন? গরম তেলে তরমুজ ভাজার পর যা হল তার ভিডিয়ো দেখে চক্ষু চড়কগাছ। ইনস্টাগ্রামে Protagonista Digital পেজ থেকে ভিডিয়োটি শেয়ার হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিয়ো। দেখা গেল, ফুটন্ত গরম তেলে ছেড়ে দেওয়া হল একফালি তরমুজ। তেলে পড়া মাত্রই তরমুজ গলে লাল। মুহূর্তে তেলের রংও লাল হয়ে গেল। তার কিছুক্ষণ পরেই সেই তেলে ছেড়ে দেওয়া হল দুই প্যাকেট কর্ন । কর্নগুলি তরমুজ ও তেলের মিশ্রণটি টানতে শুরু করল । মুহূর্তে সেগুলি ফুলে পপকর্নের আকার ধারণ করল। এক্কেবারে টুকটুকে লাল পপকর্ন । দেখলে আপনারও চোখ কপালে উঠবে। ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি। প্রায় ৫ লাখের কাছাকাছি মানুষ লাইক করেছেন এই ভিডিয়ো। মজাদার সব কমেন্ট করেছেন লোকজন ।

Published on: Apr 29, 2023 07:36 PM