How To Buy Best Watermelon: কীভাবে চিনবেন মিষ্টি তরমুজ !

How To Buy Best Watermelon: কীভাবে চিনবেন মিষ্টি তরমুজ !

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 27, 2023 | 3:02 PM

গরমে তরমুজ খাওয়া খুবই ভাল। কিন্তু ভাল মিষ্টি তরমুজ চিনবেন কীকরে? অনেকেই তরমুজ কিনতে গিয়ে ঠকে যায়। তরমুজ কিনতে গিয়ে,তরমুজের ওজন বেশি হওয়া দরকার। হালকা তরমুজ কিনবেন না। তরমুজ ভারী হলে, রসাল বেশি হয়। গাছ পাকা তরমুজের গায়ে একটু হলুদ ছোপ দেখা যায়। গাছ পাকা তরমুজ খুব মিষ্টি হয়

গরম বাড়তেই শরীর সুস্থ রাখতে জল বেশি করে খাওয়া ভাল। জল বেশি করে খাওয়ার সঙ্গে ফল খাওয়া খুব দরকার। গরমে তরমুজ খাওয়া খুবই ভাল। কিন্তু ভাল মিষ্টি তরমুজ চিনবেন কীকরে? অনেকেই তরমুজ কিনতে গিয়ে ঠকে যায়। তরমুজ কিনতে গিয়ে,তরমুজের ওজন বেশি হওয়া দরকার। হালকা তরমুজ কিনবেন না। তরমুজ ভারী হলে, রসাল বেশি হয়। গাছ পাকা তরমুজের গায়ে একটু হলুদ ছোপ দেখা যায়। গাছ পাকা তরমুজ খুব মিষ্টি হয়। তরমুজের শব্দ শুনেও তরমুজ চেনা যায়। তরমুজে রং দেখেও বোঝা যায় তরমুজ কতটা মিষ্টি হবে। বাজারে কাটা তরমুজ বিক্রি হয়। সেই কাটা তরমুজ না কেনাই ভাল। সেই কাটা তরমুজ রসাল কম হতে পারে।