Car AC Tips: এসি চালিয়েও কীভাবে মাইলেজ বেশি পাবেন?
গাড়িতে এসি চালালে চাপ পড়ে ইঞ্জিনের ওপর। সেই জন্য এসি চালালে প্রভাব পড়ে গাড়ির মাইলেজের ওপর। মাইলেজ কমে যায় প্রায় ৫%। হাইওয়েতে গাড়ি চালানোর সময় এসি চালালে মাইলেজের ওপর খুব বেশি প্রভাব পড়ে না। রাস্তায় যানজট বেশি থাকলে, গাড়িতে এসি চালালে মাইলেজ কমতে পারে ৭%।
গরম যেভাবে বাড়ছে, এসি ছাড়া গাড়িতে যাওয়া প্রায় অসম্ভব। গাড়িতে এসি চালালে খরচ বাড়ে জ্বালানির। গাড়িতে এসি চালালে চাপ পড়ে ইঞ্জিনের ওপর। সেই জন্য এসি চালালে প্রভাব পড়ে গাড়ির মাইলেজের ওপর। মাইলেজ কমে যায় প্রায় ৫%। হাইওয়েতে গাড়ি চালানোর সময় এসি চালালে মাইলেজের ওপর খুব বেশি প্রভাব পড়ে না। রাস্তায় যানজট বেশি থাকলে, গাড়িতে এসি চালালে মাইলেজ কমতে পারে ৭%। অনেকে গাড়ি যখন দাঁড়িয়ে থাকে,তখনও এসি চালিয়ে রাখেন। কখনও গাড়ি পার্ক করার সময় এসি চালিয়ে রাখেন। সেই সময় গাড়ির জ্বালানির ওপর প্রভাব পড়ে।গাড়িটি পার্ক করার সময় গাড়ির ইঞ্জিন চললে, ১ ঘন্টায় জ্বালানির খরচ প্রায় ০.৬ লিটার হয়।এইভাবে গাড়ির দাঁড়িয়ে থাকা অবস্থায় এসি চালালে, পেট্রোল খরচ ২ গুণ বেড়ে যায়। বিভিন্ন গাড়ির জ্বালানি খরচ নির্ভর করে সেই গাড়ির ইঞ্জিনের উপর। হ্যাচব্যাক গাড়িতে দাঁড়ানো অবস্থায় যদি আপনি এসি চালান,জ্বালানী খরচ হবে প্রায় ১.২ লিটার।