Alipurduar News: নির্বাচন ঘোষণা পরেই ভোট বয়কটের ডাক

Alipurduar News: নির্বাচন ঘোষণা পরেই ভোট বয়কটের ডাক

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 10, 2023 | 5:49 PM

এদিন কয়েকহাজার বনবস্তীর বাসিন্দা আলিপুরদুয়ারের রাজপথে মিছিল করে জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার সামনে বিক্ষোভে সামিল হন।নির্বাচন আচরন বিধি লাগু হওয়ায় এদিন তারা জেলাশাসক কে তাদের দাবি জানাতে পারেন নি।পুলিশের বাঁধায় এদিন তারা তাদের দাবিসনদ জেলাশাসক কে তুলে দিতে পারেন নি।যদিও ডুয়ার্সকন্যার সামনে তারা দীর্ঘক্ষন বিক্ষোভে সামিল হন।উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চ সহ একাধিক সংগঠনের কর্মিরা এদিন এই বিক্ষোভে অংশ নেন

পঞ্চায়েত নির্বাচনের মুখে বনবস্তীর বাসিন্দারা ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন। আগে গ্রাম সভা তারপর ভোট সভা এই স্লোগানকে সামনে রেখে এদিন কয়েকহাজার বনবস্তীর বাসিন্দা আলিপুরদুয়ারের রাজপথে মিছিল করে জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার সামনে বিক্ষোভে সামিল হন।নির্বাচন আচরন বিধি লাগু হওয়ায় এদিন তারা জেলাশাসক কে তাদের দাবি জানাতে পারেন নি।পুলিশের বাঁধায় এদিন তারা তাদের দাবিসনদ জেলাশাসক কে তুলে দিতে পারেন নি।যদিও ডুয়ার্সকন্যার সামনে তারা দীর্ঘক্ষন বিক্ষোভে সামিল হন।উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চ সহ একাধিক সংগঠনের কর্মিরা এদিন এই বিক্ষোভে অংশ নেন। পঞ্চায়েত ভোটের দিন ঘোষনা হতেই নিজেদের দাবি পূরনের দাবিতে সরব হলেন বনবস্তির বাসিন্দারা ৷ উত্তরবঙ্গ বন শ্রমজীবি মঞ্চের ব্যানারে আজ আলিপুরদুয়ার জেলা শাসকের দপ্তরের সামনে নিজেরদের দাবিতে সরব হয়ে ডেপুটেশন দিতে আসে হাজার কয়েক বনবস্তির মানুষজন ৷ বন শ্রমজীবি মঞ্চের আহ্বায়ক লাল সিং ভূজেল বলেন সরকারি অধিকার সংবিধান স্বীকৃত হলেও তাদের অধিকার দিচ্ছে না প্রশাসন ৷ তাদের অধিকার না দিলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গের বনবস্তির বাসিন্দারা পঞ্চায়েত ভোট বয়কট করবে বলে জানান ৷ তিনি বলেন,২০০৬ সালে বনাধিকার আইন হলেও তা রুপায়ন হয়নি বলে অভিযোগ।প্রশাসনের পক্ষ থেকে বনবস্তীর বাসিন্দাদের উপর অত্যাচার হচ্ছে। জমি মালিকানা হস্তান্তর হচ্ছে।খতিয়ান দেওয়া হচ্ছে।তাতে লেখা থাকছে জমির মালিক বনদফতর। গ্রামসভার কথা যারা বলবেনা তাদের ভোট সভায় আমরা যাচ্ছি।বনবস্তীর বাসিন্দারা ভোট বয়কটের দিকে যাচ্ছে।উত্তরবঙ্গে ২৫০ বনবস্তী রয়েছে।এই বনবস্তীতে প্রায় ৫ লক্ষ মানুষ বাস করেন।তিনটি অধিকার এখন ও কার্যকর হচ্ছেনা।তাই ক্ষুদ্ধ বনবস্তীর বাসিন্দারা।