Liquor License: সহজেই এবার লিকার লাইসেন্স
রাজধানী দিল্লির ৯৭০টি ক্লাব, হোটেল ও রেস্তোরাঁয় মদ পরিবেশন করা হয়। এর জন্য আবগারি দফতরের অনুমোদন প্রয়োজন। আবগারি দফতরে আবেদন করার আগে পুর কর্তৃপক্ষ, শ্রম দফতর ও দিল্লি পুলিশের অনুমোদন লাগে। এতদিন আবেদনের প্রক্রিয়া জটিল ছিল। হসপিটালিটি সেক্টরকে চাঙ্গা করতে আবগারি লাইসেন্স দেবার প্রক্রিয়া সহজ হল রাজধানী দিল্লিতে।
Published on: Aug 20, 2023 07:01 PM
Latest Videos