How To Get Neck Relief: ঘাড়ের ব্যথা সারানোর সহজ উপায়

How To Get Neck Relief: ঘাড়ের ব্যথা সারানোর সহজ উপায়

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 20, 2023 | 4:59 PM

ঠাণ্ডা আর গরম জলের সেঁক দিতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে। এতে ঘাড়ের পেশিতে রক্ত সঞ্চালন ভাল হবে। ঘাড়ে হালকা মালিশ করলে আরাম পাওয়া যায়। অফিসে কাজের মধ্যে থেকে সময় বার করুন । সেই সময়ে উঠে দাঁড়ান । একটু হেঁটে আসুন । একটানা কাজের একঘেয়েমি কাটবে ঘাড়ের ব্যথাও কমবে। ঘাড়ের ব্যায়াম করুন । ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘাড় ঘোরান ৫ বার করে

বাসে ট্রেনে বাদুড় ঝোলা কাঁধে ভারই ব্যাগ। অজান্তেই কাঁধের পেশি আর হাড়ে চাপ পড়ছে। অফিসের ব্যাগের ওজনের কারণে ঘাড়ের ব্যাথা হয় অনেকেরই। তারপর ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ । বাড়ছে ঘাড়ের ব্যথা । কীভাবে এই সমস্যা থেকে রেহাই পাবেন? আছে কিছু ঘরোয়া উপায় । ঠাণ্ডা আর গরম জলের সেঁক দিতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে। এতে ঘাড়ের পেশিতে রক্ত সঞ্চালন ভাল হবে। ঘাড়ে হালকা মালিশ করলে আরাম পাওয়া যায়। অফিসে কাজের মধ্যে থেকে সময় বার করুন । সেই সময়ে উঠে দাঁড়ান । একটু হেঁটে আসুন । একটানা কাজের একঘেয়েমি কাটবে ঘাড়ের ব্যথাও কমবে। ঘাড়ের ব্যায়াম করুন । ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘাড় ঘোরান ৫ বার করে । এরকম ৫ বারের একটি পূর্ণ সেট করুন । সর্বোপরি ব্যাগ থেকে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন । ব্যাগ হালকা রাখুন।

Published on: May 20, 2023 04:59 PM