Sanjay Dutt-Madhuri Dixit: কে মাধুরীকে হাসাতে পারত?

Sanjay Dutt-Madhuri Dixit: কে মাধুরীকে হাসাতে পারত?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 29, 2023 | 6:23 PM

Bollywood Gossip: সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতের অন স্ক্রিন কেমিস্ট্রি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় হত। রিল লাইফ ছাড়াও রিয়েল লাইফে প্রেমে পড়েন এই জুটি। সঞ্জয় মন দিয়েছিলেন মাধুরী দীক্ষিতকে।

সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতের অন স্ক্রিন কেমিস্ট্রি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় হত। রিল লাইফ ছাড়াও রিয়েল লাইফে প্রেমে পড়েন এই জুটি। সঞ্জয় মন দেন মন দিয়েছিলেন মাধুরী দীক্ষিতকে। তিনি মাধুরীর পিছু পিছু ঘুরে চুপিসাড়ে I LOVE YOU বলতেন। এক সাক্ষাৎকারে মাধুরী স্বীকার করেন তাঁদের সম্পর্কের কথা। মাধুরী বেশ উপভোগ করতেন তাঁর ‘পার্টনার’ সঞ্জয়ের ক্রিয়াকলাপ।

আদর করে সঞ্জয়কে ‘জোকার’ বলতেন মাধুরী। মাধুরী বলেন তাঁর প্রিয় পার্টনার একজন জেন্টালম্যান। সঞ্জয়ের প্রশংসা করে মাধুরী বলেন সঞ্জু একজন দারুণ মনের মানুষ। মাধুরী বলেন সঞ্জয়ের দারুণ রসিকতা বোধ। সঞ্জয়ই একমাত্র যিনি মাধুরীকে হাসাতে পারেন। ব্যক্তি সঞ্জয়ে অগাধ আস্থা ছিল মাধুরীর। দুজনের বিয়ের কথাও হয়। কিন্তু সঞ্জয় টাডায় অভিযুক্ত হওয়ায় বদলে যায় পরিস্থিতি। জীবন সঙ্গী হিসাবে মাধুরীকে পাননি সঞ্জয়। বলিউডে একাধিক হিট ছবি দেন মাধুরী সঞ্জয় জুটি।