Basirhat News: সীমান্তে গাড়ির সিট থেকে প্রচুর রুপোর গয়না উদ্ধার, গাড়ি সহ গ্রেফতার পাচারকারী
এক পাচারকারী চারচাকা গাড়ি করে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময় হাকিমপুর চেকপোষ্টে গাড়ি দাঁড় করিয়ে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা তল্লাশি চালায়। দেখা যায় গাড়ির সিটের রয়েছে প্রচুর রুপোর গয়না। যার ওজন ২৩ কেজি, বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ ৬৪ হাজার ৫৬৩ টাকা
বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। এদিন অনিমেষ দাস নামক এক পাচারকারী চারচাকা গাড়ি করে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময় হাকিমপুর চেকপোষ্টে গাড়ি দাঁড় করিয়ে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা তল্লাশি চালায়। দেখা যায় গাড়ির সিটের রয়েছে প্রচুর রুপোর গয়না। যার ওজন ২৩ কেজি, বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ ৬৪ হাজার ৫৬৩ টাকা। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে অনিমেষ দাসকে। উদ্ধার হওয়া রুপোর গয়না সহ পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতের বাড়ি হাকিমপুর দাশ পাড়ায়। ধৃত পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানরা।