Online Food Delivery: অনলাইনে খাবার অর্ডার? বেশি টাকা খসবে এবার
Online Food Delivery: খিদে পেলেই ফুড ডেলিভারি অ্য়াপে যান? সারাদিনে অফিসে খাটনির পর বা কোথাও থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে রান্না করতে ভালো লাগে না। প্রায়ই অনলাইনে টুকটাক খাবার অর্ডার হয়েই যায়?
খিদে পেলেই ফুড ডেলিভারি অ্য়াপে যান? সারাদিনে অফিসে খাটনির পর বা কোথাও থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে রান্না করতে ভালো লাগে না। প্রায়ই অনলাইনে টুকটাক খাবার অর্ডার হয়েই যায়? খাবার অর্ডার আপনার পকেটে বোঝা বাড়াতে পারে। হ্যাঁ,এখন অনলাইনে খাবার সরবরাহের জন্য আপনাকে অতিরিক্ত টাকা দিতে হতে পারে। সুইগি কিছু শহরে অনলাইন খাবার সরবরাহের চার্জ বাড়িয়েছে। এখন সুইগি প্রতিটি অর্ডারের প্রতিটি আইটেমের জন্য ন্যূনতম কিছু টাকা চার্জ করবে। যারা অনলাইনে খাবার অর্ডার করে থাকেন,তাঁদের উপর বোঝা বাড়তে পারে। আপনার শহরে সুইগি কতটা চার্জ বাড়িয়েছে দেখে নিন। প্রতি অর্ডারে কত টাকা চার্জ দিতে হবে? Swiggy অর্ডার প্রতি সর্বনিম্ন চার্জ ২ টাকা নির্ধারণ করেছে। প্ল্যাটফর্ম ফি চার্জ হিসেবে এই টাকা গ্রাহকদের কাছ থেকে নেবে সুইগি। বর্তমানে হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুর জন্য এই দামগুলি নির্ধারণ করেছে সুইগি। আপনি যদি এই শহরগুলিতে থাকেন তবে আপনার পকেটের বোঝা বাড়তে পারে। কোম্পানির তরফে জানানো হয়েছে, ডেলিভারি পরিষেবা উন্নত করতে এই চার্জ ধার্য করা হচ্ছে। যদিও এই বর্ধিত দামগুলি এখন দিল্লি এনসিআর-এ দেখা যাচ্ছে না। তবে কোম্পানি শীঘ্রই এখানেও এটি চার্জ ধার্য করতে পারে। এসব বিষয়ে কোনও চার্জ নেওয়া হবে না। সুইগি শুধুমাত্র খাবারের অর্ডারেই এই চার্জ নেবে। Instamart-র পরিষেবাতে Swiggy-এর এই শর্ত প্রযোজ্য নয়। এদিকে সংস্থাটি সম্প্রতি ৩৮০ জন কর্মী ছাঁটাই করেছে। এর কারণ হিসেবে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, আয় কমেছে। এখন প্রতি অর্ডারে ফি ধার্য করে আয় বাড়ানোর পথে হাঁটতে চলেছে সংস্থাটি।