AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Corporate Jobs: হঠাৎ চাকরি গেলে কী করবেন?

Corporate Jobs: হঠাৎ চাকরি গেলে কী করবেন?

আসাদ মল্লিক

|

Updated on: May 12, 2023 | 10:36 AM

Share

Recruitment Opportunity: বেসরকারি চাকরির ক্ষেত্রে সবসময়েই একটা অনিশ্চয়তা থাকে। গত কয়েক মাসে বহু নামী সংস্থাতেও আচমকা চাকরি হারিয়েছেন বহু কর্মী। বিশেষত প্রযুক্তি সংস্থার ক্ষেত্রে অনেকেই দিশেহারা হয়ে গিয়েছে চাকরি হারিয়ে।

বেসরকারি চাকরির ক্ষেত্রে সবসময়েই একটা অনিশ্চয়তা থাকে। গত কয়েক মাসে বহু নামী সংস্থাতেও আচমকা চাকরি হারিয়েছেন বহু কর্মী। বিশেষত প্রযুক্তি সংস্থার ক্ষেত্রে অনেকেই দিশেহারা হয়ে গিয়েছে চাকরি হারিয়ে। তবে জীবনে থেমে গেলেই তো চলে না, এগিয়ে যেতে হয়। বড় ধাক্কা খেলেও সেটা সামলে ওঠার পন্থাটা জেনে নেওয়া জরুরি। যে কোনও সংস্থা ছাঁটাইয়ের সময় কর্মীদের কয়েক মাসের বেতন দিয়ে থাকে। ২ থেকে ৩ মাস পর্যন্ত বেতন দিয়ে থাকে সংস্থা। এই বেতনকে সার্ভিস প্যাকেজ বলা হয়। কোনও কোনও সংস্থা নতুন চাকরি না পাওয়া পর্যন্ত মেডিক্যাল বীমাও দিয়ে থাকে কর্মীর। চাকরি চলে গেলে চেষ্টা করুন কয়েক মাস কম খরচ করতে। অন্তত ৬ মাস যাতে চালাতে পারেন, তেমন টাকা হাতে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত যে বেতন পাবেন, সেটা যেখানে সেখানে খরচ করে ফেলবেন না। বাইরে খাওয়া বন্ধ রাখতে হবে। ঠাণ্ডা মাথায় হিসেব করে চলতে হবে। হোম লোন, বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিলের মতো খরচগুলোর একটা তালিকা তৈরি করুন। হতাশ না হয়ে পড়ে জব পোর্টালে সিভি আপডেট করুন। বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, য়াতে নতুন চাকরির খোঁজ পাওয়া যায়।