Home Loan Interests: কম সুদে স্বপ্নের বাড়ি কিনতে চান?

Home Loan Interests: কম সুদে স্বপ্নের বাড়ি কিনতে চান?

আসাদ মল্লিক

|

Updated on: May 12, 2023 | 10:30 AM

Loan Interest: আপনিও এই মুদ্রাস্ফীতির আবহে নিজের বাড়ি কিনতে পারেন। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া গত এক বছরে মোট ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে।

আপনিও এই মুদ্রাস্ফীতির আবহে নিজের বাড়ি কিনতে পারেন। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া গত এক বছরে মোট ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে। এর ফলে ঋণের EMI এবং সুদের হারে সরাসরি প্রভাব পড়েছে। তা সত্ত্বেও বেশ কিছু ব্যাঙ্ক তাদের গ্রাহকদের স্বল্প সুদে গৃহঋণ দিচ্ছে। গত এক বছরে ৬ বার রেপো রেট বৃদ্ধি করেছে RBI। প্রায় ২৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে রেপো রেট। এর পরে এখন রেপো রেট বেড়ে দাঁড়িয়েছে ৬.৫০%। গত এক বছরে দফায় দফায় বেড়েছে ঋণে সুদের হারও। সুদের হার বৃদ্ধির ফলে প্রতি মাসে আপনার EMI-র উপর সরাসরি প্রভাব ফেলেছে। সুদের হার যত বেশি হবে, তত বেশি EMI দিতে হবে। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক – ৮.৪ %,ইন্ডিয়ান ব্যাঙ্ক – ৮.৪৫ %,এইচডিএফসি ব্যাঙ্ক ৮.৪৫ % । ইউকো ব্যাংক – ৮.৪৫ % ,ব্যাঙ্ক অফ বরোদা – ৮.৫ %। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র -৮.৬ %, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – ৮.৭৫ %। আইডিবিআই ব্যাঙ্ক – ৮.৭৫ %, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক – ৮.৮%, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক – ৮.৮৫%।