Asansol News: নামী কোম্পানির লেবেল লাগিয়ে নকল নুন বিক্রি, আটক ৬ হাজার কেজি নুন
Fake Salt: প্যাকেট দেখে বোঝার ক্ষমতা নেই, প্যাকেটের ভিতরে বিক্রি হচ্ছে নকল লবন। অভিযান চালাতে চোখ কপালে ওঠার যোগাড়। নামী কোম্পানির লেবেল লাগিয়ে বিক্রি হচ্ছিল নকল লবন।
প্যাকেট দেখে বোঝার ক্ষমতা নেই, প্যাকেটের ভিতরে বিক্রি হচ্ছে নকল লবন। অভিযান চালাতে চোখ কপালে ওঠার যোগাড়। নামী কোম্পানির লেবেল লাগিয়ে বিক্রি হচ্ছিল নকল লবন। কোম্পানির মার্কেটিং বিভাগের লোকেরা এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই জামুড়িয়ার একটি নির্দিষ্ট দোকানের নামে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ করেছিলেন। সেই মত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট বিভাগ সেই দোকানে অভিযান চালিয়ে ৬ হাজার কেজি নকল লবন উদ্ধার করল। গ্রেফতার করা হয়েছে ওই দোকানের মালিককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দোকানের মালিকের নাম চন্দন কুমার আগরওয়াল।
জামুড়িয়া বাজার এলাকায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট বিভাগের অতর্কিত অভিযানে প্রায় ৬ হাজার কিলোর ওপর নামী কোম্পানির ব্র্যান্ড দেওয়া নকল লবণ বাজেয়াপ্ত করল।
ওই নামী কোম্পানির+কাছে খবর ছিল জামুড়িয়ায় কোন এক দোকানী তাদের কোম্পানি লেবেল লাগিয়ে নকল লবন বাজারে বিক্রি করছিল। কোম্পানির পক্ষ মার্কেটিং বিভাগের লোকজন জামুড়িয়া এলাকার লক্ষ্মী ভান্ডার নামে একটি দোকানের নামে নির্দিষ্ট অভিযোগ আনে। এই অভিযোগ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট বিভাগের ইন্সপেক্টর বিশ্বজিৎ মন্ডলের নেতৃত্বে অভিযান চালানো হয়। সহযোগিতা করে জামুড়িয়া থানার পুলিশ। এই অভিযানে ৬ হাজার কিলোর বেশী নকল লবন।বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ওই লক্ষী ভান্ডারের মালিক চন্দন কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। আরও কোথাও এই নকল লবন মজুত আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।