Changing Kalava: লাল তাগা কবে বদলানো যায়, জানেন?

Changing Kalava: লাল তাগা কবে বদলানো যায়, জানেন?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jun 18, 2023 | 4:10 PM

Puja: লাল তাগা বিপত্তারিণী পুজোর সময় পরা হয়। বিভিন্ন পুজোতে অনেকে হাতে লাল হলুদ তাগা পরেন। অনেকে আবার অশুভ শক্তি থেকে নিজেকে বাঁচাতে লাল তাগা পরেন। মনে করা হয় লাল তাগা শুভ।

লাল তাগা বিপত্তারিণী পুজোর সময় পরা হয়। বিভিন্ন পুজোতে অনেকে হাতে লাল হলুদ তাগা পরেন। অনেকে আবার অশুভ শক্তি থেকে নিজেকে বাঁচাতে লাল তাগা পরেন। মনে করা হয় লাল তাগা শুভ। লাল তাগাকে রক্ষাকবচও বলা হয়। অনেকেই মনে করেন লাল তাগা পরলে, সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এই তাগা পরার কিছু নিয়ম আছে। তাগা যেকোন দিনে খুলতে নেই। পুরনো তাগা পাল্টে নতুন তাগা পরা উচিত শনিবার কিংবা মঙ্গলবার। তাগা পুরনো হয়ে গেলে, যেখানে খুশি ফেলবেন না। যেখানে সেখানে তাগা ফেললে বিপদ আসতে পারে। পুরনো তাগা অশ্বত্থ গাছের নীচে রাখতে পারেন। তাগা পরতে গেলে হাত মুষ্ঠি বন্ধ করতে হবে। অপর হাতটি রাখতে হবে মাথায়। অবিবাহিত মহিলাদের ডান হাতে তাগা পরা উচিত। বিবাহিত মহিলাদের তাগা পরা উচিত বাম হাতে।