Cyclone Mocha News Updates: দিঘায় প্রচার অভিযানের নামল এনডিআরএফ টিম

Cyclone Mocha News Updates: দিঘায় প্রচার অভিযানের নামল এনডিআরএফ টিম

আসাদ মল্লিক

|

Updated on: May 12, 2023 | 10:59 AM

Cyclone Mocha: দীঘায় নামল এনডিআরএফ এর টিম। মোচা ঝড়ের সর্তকতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। মাইকিং করে সতর্কতা মূলক প্রচার করছে এন ডি আর এফ এল টিম।

দীঘায় নামল এনডিআরএফ এর টিম। মোচা ঝড়ের সর্তকতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। মাইকিং করে সতর্কতা মূলক প্রচার করছে এন ডি আর এফ এল টিম। আগামী ১২ এবং ১৩ তারিখ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা কথা সকল পর্যটকদের সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করছে। মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যেতে বারণ করছে। এই টিম উপকূলবর্তী গ্রামেও ঘুরবে মাইকিং চালাবে। দিঘাতে এখন পর্যটকের ভিড় রয়েছে। তিনটি গ্রুপের ছত্রিশ জন এন ডি আর এফ কর্মী নামানো হয়েছে।