Viral Video: নর্মদার জলে,বহু দূরহেঁটে গেলেন বৃদ্ধা!
মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে।। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, মানুষজন ওই বৃদ্ধার সঙ্গে দেখা করতে তিলওয়াড়া ঘাটে ভিড় জমান
নর্মদা নদীর জলে হেঁটে গেলেন এক বয়স্ক মহিলা। তাঁকেই ভুল ভেবে বসল নেটিজেনদের একাংশ। মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে।। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, মানুষজন ওই বৃদ্ধার সঙ্গে দেখা করতে তিলওয়াড়া ঘাটে ভিড় জমান। তিনি নদীর জলে এভাবে হাঁটছিলেন বলেই লোকজন তাঁকে ‘মা নর্মদার রূপ’ আখ্যা দিতে থাকেন। ঢাকঢোল পিটিয়ে মানুষ সেখানে রীতিমতো হইহই রব ফেলে দেন! ঘটনার তদন্তে সেখানে পুলিশও পৌঁছে যায় তড়িঘড়ি। মহিলার নাম জ্যোতি রঘুবংশি। আশ্চর্যজনক বিষয়টি হল,নর্মদা নদীর জলে হাঁটেননি বলে সম্পূর্ণ বিষয়টিকে অস্বীকার করেন। পুলিশের কাছে মহিলা জানিয়েছেন যে,তিনি নর্মদাপূরণের বাসিন্দা ছিলেন। ১০ মাস আগে তিনি বাড়ি ছেড়ে চলে আসেন। জ্যোতি জানিয়েছেন,মনের ভক্তি থেকেই তিনি নর্মদা নদী পরিক্রমা করতে যাত্রা করছিলেন। নদীর পাড় দিয়ে হাঁটা শুরু করে জলস্তর কম যে অংশে ছিল,নদীর সেই অংশেও তিনি হেঁটেছিলেন। জলের খুব একটা গভীরতায় তিনি হাঁটেননি। যখন প্রয়োজন হয়েছে,সামান্য সাঁতরেও নিয়েছেন। জ্যোতির পরিবারের সঙ্গে কথা বলে তাঁকে বাড়ি ফেরানোর ব্যবস্থাও করে পুলিশ। এই ভিডিয়ো দেখার পর অনেকেই ভেবেছেন যে,ওই বৃদ্ধা হয়তো সত্যিই ভগবান, ‘মা নর্মদার রূপ’। পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন ওই বয়স্ক মহিলা নর্মদা নদীতে হেঁটেছিলেন ঠিকই। তবে তার জলস্তর ছিল খুবই কম। তিনি কোনও ভগবান নন,এক্কেবারে ছাপোষা এক সাধারণ মানুষ।