India Maldives News: মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার শুধু সময়ের অপেক্ষা
বিপদের সময় ভারতীয় সেনা মলদ্বীপকে সাহায্য করেছিল। না হলে শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠী তছনছ করে দিত মলদ্বীপের মত ছোট দ্বীপ রাষ্ট্র। । কিন্তু সেই উপকার মনে রাখেননি মলদ্বীপের নয়া প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।
বিপদের সময় দাঁড়িয়েছিল এই ভারত। আরও সঠিকভাবে বললে ভারতীয় সেনা। না হলে শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠী তছনছ করে দিত মলদ্বীপের মত ছোট দ্বীপ রাষ্ট্র। সেই উপকার মনে রাখেননি মলদ্বীপের নয়া প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। উল্টে নির্বাচনের শুরু থেকেই ইন্ডিয়া আউট নামে প্রচার শুরু করেছিলেন চিনপ্রেমী মুইজ্জু। কেন এই প্রচার করেছিলেন মুইজ্জু? জানতে গেলে একটু পেছনে যেতে হবে।
কেন মলদ্বীপে মোতায়েন ভারতীয় সেনা? ২০০৯ সালে মলদ্বীপকে হেলিকপ্টার উপহার দেয় ভারত। পরে আরও কিছু যুদ্ধবিমান উপহার দেওয়া হয়। এই বিমানগুলির রক্ষণাবেক্ষণ ও মলদ্বীপের সেনাকে প্রশিক্ষণ দেওয়ার জন্যই মোতায়েন ৭৫ জন ভারতীয় সেনা। মলদ্বীপের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য র্যাডারও তৈরি করে দিয়েছিল ভারত। সেই কারণে আগামী ৩০ বছর এই র্যাডার ব্যবহারের অনুমতি রয়েছে ভারতের।
মাত্র ৭৫ জন ভারতীয় সেনা কীভাবে মলদ্বীপ দখল করবেন, সে মুইজ্জু জানেন?তবুও ভারতবিরোধী প্রচার করে ভোটের বৈতরণী পার করেছিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট। যে ভারতীয় সেনা একসময় পাশে দাঁড়িয়েছিল মলদ্বীপের, সেই ভারতীয় সেনাকেই নির্বাচনী প্রচারে ‘বিদেশি সেনা’ বলে অভিহিত করেছিল বর্তমান প্রেসিডেন্ট। তবে মুইজ্জু যা শুরু করেছেন, তাতে বিরক্ত ভারত। সূত্রের খবর, ভারত কার্যত সিদ্ধান্তই নিয়েছে, আগামি মাসেই ভারতীয় সেনা প্রত্যাহার করবে মলদ্বীপ থেকে। তবে নয়াদিল্লির পক্ষ থেকে মলদ্বীপ সরকারকে সরকারিভাবে এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায়নি। সূত্রের খবর, বিরক্ত ভারতের বডি ল্যাঙ্গোয়েজ এখন এমন, মলদ্বীপ যেন অতীত অধ্যায়। উপকার ভুলে যা অসভ্যতামো করার করুক মলদ্বীপ, ভারত পাত্তাই দিতে চায়না। সে দেশের উপকারও আর করতে চায় না ভারত। নয়াদিল্লির বডি ল্যাঙ্গোয়েজ এমন,যে উপকার মনে রাখে না, তার সাথে কোনও সম্পর্ক নয়। তাই সেনা প্রত্যাহার শুধু সময়ের অপেক্ষা। ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে সূত্রের খবর। সেদেশে থাকা ৭৫ ভারতীয় সেনার কাছেও এই সিদ্ধান্ত বেসরকারিভাবে পৌঁছে গেছে বলে সূত্রের খবর।
আর ভারতীয় সেনা প্রত্যাহারে যদি মুইজ্জু ভেবে থাকেন, নৈতিক জয়। তবে ভারতের পাল্টা দাবি, দেশের প্রধানমন্ত্রীকে কেউ অকারণে আক্রমণ করে, তবে রেয়াত করা নয়। লাক্ষাদ্বীপ বনাম মলদ্বীপের বিতর্কে এমনিতেই ভারতীয় পর্যটকদের সংখ্যা হু হু করে কমেছে । যে দেশের পর্যটনই অন্যতম ব্যবসা। আর পর্যটকের সিংহভাগ ভারতীয়। সেখানে ভারতীয় পর্যটক শূন্য করা মানে তো, ঘুরপথে ভাতে মারা। মুইজ্জু তা বুঝতে পারছেন কি না, ভগবানই জানেন!