Rusha Chatterjee, Tollywood Gossip: বিয়ের বছর ঘুরতে না-ঘুরতেই বড় সিদ্ধান্ত নিলেন প্রাক্তন অভিনেত্রী?
Tollywood: এক বছরের বিবাহবার্ষিকীতে বর অনুরণ চৌধুরীকে নিয়ে প্রেমের পোস্ট করেছিলেন প্রাক্তন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। কিন্তু বেলা গড়াতেই সেই পোস্ট গায়েব! রুশার প্রোফাইলও আর নেই। হ্যাকড নাকি ভক্তদের সঙ্গে আরও দূরত্ব বাড়ালেন অভিনেত্রী, উঠছে সেই প্রশ্নই।
শাহরুখের বাজিমাত
না, বাজিমাত এখনও হয়নি। তবে বিশ্বের দরবারে এবার শাহরুখ খান পৌঁছে দিলেন ভারতীয় অ্যাকশন। ‘ভালচার অ্যানুয়াল স্টান্ট অ্যাওয়ার্ড ২০২৩’-তে এবার মনোনয়ন পেল কিং-এর দুই ছবি, ‘পাঠান’ ও ‘জওয়ান’। শাহরুখের হাত ধরে এই প্রথম ভারতীয় ছবি অ্যাকশন প্রতিযোগিতায়।
লক্ষ্মণের অভিযোগ
হাতে আর সময় নেই। আগামী সোমবার, ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রামলালার মূর্তির ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়ালের লক্ষ্মণ সুনীল লাহিড়ী! কিন্তু পৌঁছেই তিনি পড়েছেন মহাবিপাকে। কোত্থাও ঘর নেই। থাকবেন কী করে, প্রশ্ন সুনীলের।
রাম মন্দিরে দান?
কিছুদিন ধরে শোনা যাচ্ছে রামমন্দির উদ্বোধনে ৫০ কোটি টাকা অনুদান দিয়েছেন দক্ষিণী সুপারস্টার তথা পর্দার রাম প্রভাস। তবে এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন ছিল প্রথম থেকেই। এবার মুখ খুলল প্রভাসের টিম। তারা স্পষ্ট জানিয়ে দিল, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
অজ্ঞান হয়ে গিয়েছিলেন রশ্মিকা
‘অ্যানিম্যাল’ ছবির শুটিংয়ের সময় হঠাৎই অজ্ঞান হয়ে পড়েছিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দনা। ছবিতে রণবীর কাপুরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। একটি চড়ের দৃশ্য ছিল সেখানে। রণবীরকে চড় মারার কথা ছিল রশ্মিকার। সেই দৃশ্যের শুটিং করতে গিয়ে অচৈতন্য হয়ে পড়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন, “আমার কিছু মনে নেই।”
বিস্ফোরক তামান্না
‘জি করদা’ ও ‘লাস্ট স্টোরিজ় ২’, এই দুই সিরিজে ছকভাঙা তামান্না ভাটিয়াকে দেখে চমকে গিয়েছিলেন দর্শকেরা। রাতারাতি হতে হয়েছিল কটাক্ষের শিকার। এবার মুখ খুলে অভিনেত্রী বললেন, “অভিনেতারা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে প্রশংসিত হন, আর অভিনেত্রীদের চরিত্র খারাপ হয়। কোথায় দাঁড়িয়ে আছি আমরা?”
টোটার নতুন কাজ
২০১৫ সালে মুক্তি পেয়েছিল ছবি ‘শপথ’। সেই ছবির ডেয়ারডেভিল পুলিশ অফিসার রণদীপ রায়কে মনে আছে? ওই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন টোটা। সেই ছবিরই সিক্য়ুয়েল আসছে। আর এবারেও রণদীপ রায়ের ভূমিকায় থাকছেন সেই টোটাই। ‘শপথ ২’-এর পরিচালনায় রাজা চন্দ।
নিমন্ত্রণ বাড়িতে কী খেলেন প্রসেনজিৎ?
গায়ক দুর্নিবার সাহার স্ত্রী ঐন্দ্রিলা সেন সন্তানসম্ভবা। হয়ে গেল তাঁর ৯ মাসের সাধের অনুষ্ঠানও। ঐন্দ্রিলা আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহায়ক। তাই তাঁর সাধের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’। অনুষ্ঠানে গিয়ে কেবল দু’টি পটল ভাজা খেয়েছেন প্রসেনজিৎ। এই মজার ঘটনা ফের একবার উসকে দিয়েছে তাঁর দই-শসা খাওয়ার গুজবকে।
বড় সিদ্ধান্ত রুশার?
এক বছরের বিবাহবার্ষিকীতে বর অনুরণ চৌধুরীকে নিয়ে প্রেমের পোস্ট করেছিলেন প্রাক্তন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। কিন্তু বেলা গড়াতেই সেই পোস্ট গায়েব! রুশার প্রোফাইলও আর নেই। হ্যাকড নাকি ভক্তদের সঙ্গে আরও দূরত্ব বাড়ালেন অভিনেত্রী, উঠছে সেই প্রশ্নই।
পুষ্টিবিদ দিব্যজ্যোতি
‘জয়ী’ ধারাবাহিককে অভিনয় করার পর পড়াশোনা থেমে যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্তর। অ্যান্ড্রুজ কলেজে ইতিহাসে অনার্স নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু তা শেষ করতে পারেনি বলে খুবই গ্লানি অভিনেতার। শরীর নিয়ে খুবই সচেতন তিনি। তাই পুষ্টি নিয়ে পড়াশোনা করছেন। পুষ্টিবিদ হওয়ার স্বপ্ন দেখেন দিব্যজ্যোতি।