Matter Aera: ভারতের প্রথম ‘গিয়ার’ ই-বাইক
পরিবেশ দূষণ কমাতে অনেক সংস্থা ইলেকট্রিক বাইক বাজারে এনেছে। Matter Aera নামের ইলেকট্রিক বাইক অনেকের নজর কেড়েছে। শুরু হয়ে গেছে বুকিং। ১ মাসের মধ্যেই জমা পড়েছে ৪০,০০০ বুকিং। এই ইলেকট্রিক বাইকে পাবেন গিয়ারের সুবিধা।
পরিবেশ দূষণ কমাতে অনেক সংস্থা ইলেকট্রিক বাইক বাজারে এনেছে। Matter Aera নামের ইলেকট্রিক বাইক অনেকের নজর কেড়েছে। শুরু হয়ে গেছে বুকিং। ১ মাসের মধ্যেই জমা পড়েছে ৪০,০০০ বুকিং। এই ইলেকট্রিক বাইকে পাবেন গিয়ারের সুবিধা। দেশের এটাই প্রথম গিয়ারড ইলেকট্রিক। অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করতে পারবেন। এছাড়াও বুকিং করতে পারবেন ফ্লিপকার্ট থেকেও। বাজারে Matter Aera 5,000 এবং Matter Aera 5,000+ ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। এক্স-শোরুম দাম ১.৭৪ লাখ টাকা এবং ১.৮৪ লাখ টাকা। এই বাইক ৬ সেকেন্ডে ৬০ কিমি গতিতে যেতে পারে। একবার ফুল চার্জে ১২৫ কিমি যায়। 5 kwh ব্যাটারি প্যাক দেওয়া আছে এই বাইকে। একবার ফুল চার্জ করতে সময় লাগে ২ ঘণ্টা। ৪ স্পিড ম্যানুয়াল গিয়ার পাবেন। এছাড়াও ৪টি রাইডিং মোড থাকবে। ২টি চাকাতেই থাকবে ডিস্ক ব্রেক এবং এবিএস।
Latest Videos