Black Cat: বিড়াল রাস্তা কাটলে কেন অশুভ হয়?

Black Cat: বিড়াল রাস্তা কাটলে কেন অশুভ হয়?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 26, 2023 | 8:47 PM

বিড়াল পথ কাটলে অনেকেই দাঁড়িয়ে যান কিছু সময়ের জন্য। অনেকেই বিশ্বাস করেন, বিড়াল পথ কাটলে, যাওয়া উচিৎ না। মানুষের বিশ্বাস,বিড়াল পথ কাটার জন্য ঘটতে পারে দুর্ঘটনা। অনেকের মধ্যেই এই কুসংস্কারই আছে। বেশকিছু মানুষ আবার অশুভ শক্তি এড়াতে থুতু ফেলেন রাস্তাতে। বিশ্বের অনেক দেশেই বিড়ালকে শুভ মনে করা হয়। 

বিড়াল পথ কাটলে অনেকেই দাঁড়িয়ে যান কিছু সময়ের জন্য। অনেকেই বিশ্বাস করেন, বিড়াল পথ কাটলে, যাওয়া উচিৎ না। মানুষের বিশ্বাস,বিড়াল পথ কাটার জন্য ঘটতে পারে দুর্ঘটনা। অনেকের মধ্যেই এই কুসংস্কারই আছে। বেশকিছু মানুষ আবার অশুভ শক্তি এড়াতে থুতু ফেলেন রাস্তাতে। বিশ্বের অনেক দেশেই বিড়ালকে শুভ মনে করা হয়। কোনও দেশে বিড়ালকে অশুভ মনে করা হয়। বিড়ালকে অশুভ বলার পেছনে কোনও বৈজ্ঞানিক কারণ পাওয়া যায়নি। কালো বিড়ালকে অনেকেই অশুভ বলেন। সাদা বিড়ালকে অনেকেই শুভ বলেন। বেশ কিছু বছর আগে মানুষ মারা যেতেন প্লেগ রোগের কারণে। ইঁদুর প্লেগ রোগের জীবাণু বহন করে। বিড়াল, ইঁদুর খায়। সেখান থেকে বিড়ালের মাধ্যমে এই রোগ মানুষের শরীরে ছড়ানোর আশঙ্কা ছিল। তাই বিড়াল থেকে কিছুটা দূরত্ব রাখা হত। বিড়াল রাস্তা কাটার পর মানুষ পার হয়।

 

বিড়াল পথ কাটলে অনেকেই দাঁড়িয়ে যান কিছু সময়ের জন্য। অনেকেই বিশ্বাস করেন, বিড়াল পথ কাটলে, যাওয়া উচিৎ না। মানুষের বিশ্বাস,বিড়াল পথ কাটার জন্য ঘটতে পারে দুর্ঘটনা। অনেকের মধ্যেই এই কুসংস্কারই আছে। বেশকিছু মানুষ আবার অশুভ শক্তি এড়াতে থুতু ফেলেন রাস্তাতে। বিশ্বের অনেক দেশেই বিড়ালকে শুভ মনে করা হয়।