Instagram New Feature: ইনস্টাগ্রামে আরও সুবিধা

Instagram New Feature: ইনস্টাগ্রামে আরও সুবিধা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 15, 2023 | 8:15 PM

ইনস্টাগ্রাম একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে। আপাতত ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে ফিচারটি। কিন্তু কী হতে চলেছে এর মধ্যে দিয়ে? এই লেটেস্ট ইনস্টা ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা একজনের বেশি একাধিক মানুষকে ট্যাগ করতে পারবেন। সবথেকে বড় কথা হল, সিঙ্গেল মেনশনের দ্বারাই তা সম্ভব হবে।

ইনস্টাগ্রাম একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে। আপাতত ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে ফিচারটি। কিন্তু কী হতে চলেছে এর মধ্যে দিয়ে? এই লেটেস্ট ইনস্টা ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা একজনের বেশি একাধিক মানুষকে ট্যাগ করতে পারবেন। সবথেকে বড় কথা হল, সিঙ্গেল মেনশনের দ্বারাই তা সম্ভব হবে। এই ফিচারে একাধিক বন্ধু বা গ্রুপকে একটি স্টোরিতে ট্যাগ করতে পারবেন।

ইনস্টা স্টোরিতে সিঙ্গেল মেনশনেই একটা গোটা গ্রুপ বা একাধিক প্রোফাইলকে ট্যাগ করা যাবে। সম্প্রতি ইনস্টাগ্রাম প্রধান আদাম মোসেরি এই ফিচারের ঘোষণা করেছেন। নতুন গ্রুপ মেনশন বৈশিষ্ট্যটি আপনার ইনস্টাগ্রাম স্টোরিগুলিকে আগের মতো অগোছালে দেখাবে না। এই মুহূর্তে আপনাকে ইনস্টা স্টোরিতে ট্যাগ করতে প্রত্যেকটা লোকের আলাদা-আলাদা করে ট্যাগ তৈরি করতে হয়। ফিচারটি প্রতিটি বন্ধুর নাম পৃথকভাবে টাইপ না করে একটি স্টোরিতে একাধিক বন্ধুকে ট্যাগ করা যাবে। এই মুহূর্তে ফিচারটি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। শীঘ্রই তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ইনস্টা ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হবে।