Undergarment's Law: অন্তর্বাসের আজব আইন

Undergarment’s Law: অন্তর্বাসের আজব আইন

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 29, 2023 | 3:13 PM

থাইল্যান্ডে অন্তর্বাস না পরে রাস্তায় বেরোলে দিতে হবে জরিমানা। সুতরাং থাইল্যান্ড বেড়াতে গেলে সাবধান। অন্তর্বাস পরে তবে বেরোন রাস্তায়। একই তারে পুরুষ এবং মহিলার অন্তর্বাস আমরা হামেশাই শুকোতে দিই। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় যদি কেউ এমন করেন তাহলে সেটা অপরাধ। মিনেসোটায় এমন করলে তা বেআইনি এবং হবে জরিমানা

অন্তর্বাস নিয়ে আজব আইন কানুন পৃথিবীর বিভিন্ন দেশে। দুনিয়ার বেশ কয়েকটি দেশে মহিলা ও পুরুষদের অন্তর্বাস নিয়ে রয়েছে অদ্ভুত সব নিয়ম। যেমন থাইল্যান্ডে অন্তর্বাস না পরে রাস্তায় বেরোলে দিতে হবে জরিমানা। সুতরাং থাইল্যান্ড বেড়াতে গেলে সাবধান। অন্তর্বাস পরে তবে বেরোন রাস্তায়। একই তারে পুরুষ এবং মহিলার অন্তর্বাস আমরা হামেশাই শুকোতে দিই। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় যদি কেউ এমন করেন তাহলে সেটা অপরাধ। মিনেসোটায় এমন করলে তা বেআইনি এবং হবে জরিমানা। মার্কিন যুক্তরাষ্ট্রের অপর শহর মিসৌরিতে আবার আর এক আজব আইন। মিসৌরিতে মহিলারা অন্তর্বাস পরলেই তা অপরাধ বলে গণ্য হবে। কোনও মহিলা এমন করলে তাঁর জন্য আছে কঠোর শাস্তি । স্পেনের শহর সেভিল। এখানে অন্তর্বাস নিয়ে আইন বেশ কড়া। কেউ যখন বাইরে বেরোবেন তখন যেন তাঁর অন্তর্বাস দেখা না যায়। দেখা গেলেই বিপত্তি সেভিলে। এমন কি অন্তর্বাস কেচে শুকানোর নিয়মও কড়া। বাইরে শুকনো যাবে না অন্তর্বাস। সংগোপনে শুকোতে হবে অন্তর্বাস। এর অন্যথা হলেই শাস্তি আর জরিমানা।