Alien Message: এলিয়েনদের পাঠানো সংকেত এল

'অ্যা সাইন ইন স্পেস' এর কাণ্ডারি ড্যানিয়েলা ডে পওলিসের মতে বাইরের কোনও সভ্যতা থেকে সংকেত এসেছে। এই ঘটনা মহাকাশ গবেষণায় যুগান্তকারী এক অনুসন্ধান বলে দাবি জ্যোতির্বিজ্ঞানীদের। বহির্বিশ্বে প্রাণের অস্তিত্বের খোঁজে গঠিত সংস্থা SETI এই প্রকল্পে মেসেজ ডিকোডিং, বিশেষজ্ঞ, মহাকাশ বিজ্ঞানী এবং শিল্পীরা একত্রিত হয়েছেন

Alien Message: এলিয়েনদের পাঠানো সংকেত এল
| Edited By: | Updated on: Jun 05, 2023 | 7:03 PM

অবশেষে সংকেত ভেসে এল। ভিনগ্রহী এলিয়েনদের সংকেত পাওয়া গেল। মঙ্গলের কক্ষপথ থেকে পৃথিবীতে ভেসে এল একটি এনকোডেড ফ্ল্যাশ মেসেজ। ইউরোপের মহাকাশ গবেষণা কেন্দ্র ইউএসএর এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার পেল সিগনাল। ‘অ্যা সাইন ইন স্পেস’ এর কাণ্ডারি ড্যানিয়েলা ডে পওলিসের মতে বাইরের কোনও সভ্যতা থেকে সংকেত এসেছে। এই ঘটনা মহাকাশ গবেষণায় যুগান্তকারী এক অনুসন্ধান বলে দাবি জ্যোতির্বিজ্ঞানীদের। বহির্বিশ্বে প্রাণের অস্তিত্বের খোঁজে গঠিত সংস্থা SETI এই প্রকল্পে মেসেজ ডিকোডিং, বিশেষজ্ঞ, মহাকাশ বিজ্ঞানী এবং শিল্পীরা একত্রিত হয়েছেন। এই প্রজেক্টে পশ্চিম ভার্জিনিয়া, ইতালি, ক্যালিফোর্নিয়া আর নিউ মেক্সিকোর উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপের সাহায্য নেওয়া হয়। বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিষয় এবং মেসেজটির প্রযুক্তিগত বিশ্লেষণ করা হচ্ছে। মেসেজটির মূল বিষয় এখনও অধরা। তার ব্যাখ্যা করার জন্য জনগণের সাহায্যও চাওয়া হয়েছে। বহির্বিশ্বের এই সংকেত অনুধাবন ও বিশ্লেষণ মানব সভ্যতাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে।

Follow Us: