Jalpaiguri Duck News: ছানাদের বাঁচাতে নামল মা হাঁস, তারপর ঘটল...

Jalpaiguri Duck News: ছানাদের বাঁচাতে নামল মা হাঁস, তারপর ঘটল…

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 09, 2023 | 6:38 PM

মা কে হারিয়ে কাঁদছিলো বালি হাঁসের ছানা। আদিবাসী মহল্লা থেকে তাকে উদ্ধার করে পরিবেশে ফিরিয়ে দিলো পরিবেশ কর্মী। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর কাছে আচমকাই পাতকাটা কলোনী লাগোয়া ১০ নং লাইন থেকে ফোন আসে।

মা কে হারিয়ে কাঁদছিলো বালি হাঁসের ছানা। আদিবাসী মহল্লা থেকে তাকে উদ্ধার করে পরিবেশে ফিরিয়ে দিলো পরিবেশ কর্মী। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর কাছে আচমকাই পাতকাটা কলোনী লাগোয়া ১০ নং লাইন থেকে ফোন আসে। বলা হয় সেখানে একটি গাছের ডালে দুটি বালি হাঁস বাসা বানিয়েছে। সেখানে ডিম পাড়ার পর তাদের বেশ কয়েকটি ছানা হয়েছে। আজ সকালে গাছ থেকে দুটি ছানা মাটিতে পরে যায়।ছানাদের উদ্ধার করতে মা বালি হাঁসটি নিচে নামলে হাঁস টিকে এক ব্যাক্তি ধরে নিয়ে যাওয়ায় তার ছানারা এখন কাঁদছে।

খবর পেয়ে বনদপ্তরে জানিয়ে বাইক নিয়ে ছুটে যান বিশ্বজিৎ বাবু। এরপর তিনি প্রথমে ছানাদের উদ্ধার করেন। তারপর সোজা গ্রামে চলে যান। খোঁজ চালিয়ে বের করে ফেলেন কোন বাড়িতে বালি হাঁসটি লুকিয়ে রাখা আছে। এরপর তিনি সেই বাড়িতে গিয়ে প্রথমে সচেতনতা প্রচার করেন। তারপর বাড়ির লোকদের বুঝিয়ে বালি হাঁস টিকে উদ্ধার করেন। পরে স্থানীয় এলাকায় থাকা উপযুক্ত পরিবেশে মা ও তার ছানাদের ছেড়ে দেন।