Japanese Technology: স্বপ্নের রেকর্ডিং, প্লে ব্যাক হবে?
Dream Reading Machine: স্বপ্ন মনে থাকে আবছা। ঘুমের মধ্যে স্বপ্নকে যেন দেখা যায়। ঘুম ভাঙলেই মিলিয়ে যায় স্বপ্ন। কেমন হত যদি স্বপ্ন রেকর্ড করা যেত? প্লে ব্যাক করে দেখা যেত স্বপ্নের দৃশ্যগুলো!
স্বপ্ন মনে থাকে আবছা। ঘুমের মধ্যে স্বপ্নকে যেন দেখা যায়। ঘুম ভাঙলেই মিলিয়ে যায় স্বপ্ন। কেমন হত যদি স্বপ্ন রেকর্ড করা যেত? প্লে ব্যাক করে দেখা যেত স্বপ্নের দৃশ্যগুলো! মস্তিষ্কের অবচেতন অংশ স্বপ্নের দৃশ্য তৈরি করে। নিরলস গবেষণা করে জাপানি গবেষকরা তৈরি করেছেন একটি যুগান্তকারী ডিভাইস। এতে ধরা সম্ভব স্বপ্নকে ভিডিয়ো সিকোয়েন্স হিসাবে। প্লে ব্যাক করে দেখা যাবে সেই স্বপ্ন।
জাপানের গবেষকরা স্বপ্নের দৃশ্য ডিকোডিংয়ে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। নিউরোইমেজিং ও এআইয়ের সাহায্যে তৈরি ডিভাইসটি। যন্ত্রের অত্যাধুনিক অ্যালগরিদমে উঠে আসে মস্তিষ্কের জটিল স্নায়বিক ক্রিয়াকলাপ। এই ইমেজিং একত্রিত করে তা ভিজ্যুয়ালি অনুবাদ করে এই যন্ত্র। এরপর স্নায়বিক ক্রিয়াকলাপ ভিডিয়ো সিকোয়েন্স হিসাবে গঠিত হয়। স্বপ্নের বিষয়গত অভিজ্ঞতা ও ভিজ্যুয়াল উপস্থাপনা নিউরোল নেটওয়ার্ক শক্তিতে চালিত। স্বপ্ন রেকর্ডের যন্ত্রটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। এর কাজ সম্পূর্ণ হলে মনের চেতন, অবচেতন ও অচেতন দুনিয়ার অনেক খোঁজ পাওয়া যাবে। জটিল মনের এক অদেখা জগৎ খুলে যাবে মানব সভ্যতার সামনে।