Ecofriendly Pen: ফল ও সব্জির দানা দিয়ে পেন!
একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রীদের একটি করে পরিবেশ বান্ধব কলম(কাগজের তৈরী) দেওয়া হয়।কি এই পরিবেশবান্ধব কলম যা পেয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আলোড়নের সৃষ্টি হয়েছে।
একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রীদের একটি করে পরিবেশ বান্ধব কলম(কাগজের তৈরী) দেওয়া হয়।কি এই পরিবেশবান্ধব কলম যা পেয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আলোড়নের সৃষ্টি হয়েছে।কারণ এই কলমের লেখা শেষ হয়ে গেলে এটি ফেলে দিলেই তা থেকে তৈরি হবে একটি গাছের চারা কারণ ওই কাগজের তৈরী পেনের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ফল ও সব্জির দানা।বিশেষজ্ঞদের মতে ভারতে প্রতি বছর যত মানুষের মৃত্যু হয় তার কারণ পরিবেশের দূষণজনিত অসুখ-বিসুখ থেকে।কিন্তু ক্রমশ সারা বিশ্বকে প্লাস্টিক গ্রাস করে নিচ্ছে।এই প্লাস্টিকের কারণেই মৃত্যু হচ্ছে বিভিন্ন জলজ প্রাণী থেকে শুরু করে স্থলজ প্রাণীরও।
তাই স্বাভাবিকভাবেই ভারসাম্য বিঘ্নিত হচ্ছে পরিবেশের।তবুও মানুষ সচেতন না হয়ে এখনও পর্যন্ত ব্যবহার করে চলছে প্লাস্টিক।শুধু তাই নয় অযথাই গাছ কেটে ফেলে দিয়ে তৈরি করছে বিভিন্ন আসব পত্র।তার জন্য পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে।আর সেই কথা মাথায় রেখে শ্রীকৃষ্ণনগর প্রাথমিক স্কুলে শিক্ষক শিক্ষিকারা নিজস্ব উদ্যোগে।পরিবেশের কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব কলম(কাগজের তৈরী)দিয়ে যা পরিবেশ রক্ষায় সহায়ক হবে এবং দূষণ কমবে।একটি পরিবেশ বান্ধব কলম দিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে পরিবেশবান্ধবের সেই বার্তা দিতে চেয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকার। যা ওই কলম কালি শেষ হয়ে গেলে তা থেকে তৈরি হবে একটি গাছের চারা।