Jio 5G: ভারতে 5G নেটওয়ার্কে এই মুহূর্তে সবথেকে বেশি স্পিড Jio-র

Jio 5G: ভারতে 5G নেটওয়ার্কে এই মুহূর্তে সবথেকে বেশি স্পিড Jio-র

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Mar 28, 2023 | 5:58 PM

দেশের প্রতিটা প্রান্তে 5G নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার কাজটি জোরকদমে শুরু করে দিয়েছে Reliance Jio। Reliance Jio ভারতে প্রায় ১ লাখ টেলিকম টাওয়ার বসিয়েছে যা Airtel-এর তুলনায় প্রায় ৫ গুণ বেশি।

দেশের প্রতিটা প্রান্তে 5G নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার কাজটি জোরকদমে শুরু করে দিয়েছে Reliance Jio। Reliance Jio ভারতে প্রায় ১ লাখ টেলিকম টাওয়ার বসিয়েছে যা Airtel-এর তুলনায় প্রায় ৫ গুণ বেশি। এই টাওয়ারগুলি হল আদতে বেস ট্রান্সসিভার স্টেশন । এগুলি ৭০০ MHz এবং ৩,৫০০ MHz দুটি ফ্রিকোয়েন্সিতেই বসানো হয়েছে। প্রতিটি বেস স্টেশনে রিলায়েন্স জিও-র তিনটি করে সেল সাইট রয়েছে,এয়ারটেলের রয়েছে দুটি করে সেল সাইট। যত বেশি টাওয়ার এবং যত বেশি সেল সাইট থাকবে,গ্রাহকরা তত দ্রুত গতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন। ভারতে 5G নেটওয়ার্কে এই মুহূর্তে সবথেকে বেশি স্পিড Jio-র। মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি ৫০৬ Mbps স্পিড দিচ্ছে এবং এয়ারটেলের স্পিড ২৬৮ Mbps। দেশের বেশিরভাগ টেলিকম সার্কেলেই প্রাথমিক অবস্থার তুলনায় ব্যবহারকারীদের মধ্যে 5G-র পারফরম্যান্স বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে সবথেকে বেশি 5G নেটওয়ার্ক স্পিড ছিল কলকাতাতেই। বছরের প্রথম মাসেই ৫০০ Mbps-এর উপরে দ্রুততম 5G ডাউনলোড স্পিডের নজির দেখিয়েছে শহর। রিপোর্টটিতে বলা হয়েছিল,’জানুয়ারি মাসে কলকাতায় Jio-র 5G ডাউনলোড স্পিড ছিল ৫০৬.২৫ Mbps। দিল্লিতে Airtel-এর 5G ডাউনলোড স্পিড ২৬৮.৮৯ Mbps’। ২০২২ সালের অক্টোবরে ভারতে আনুষ্ঠানিক ভাবে 5G নেটওয়ার্ক চালু করা হয়। আকাশ আম্বানি দাবি করেছিলেন যে,ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে জিও বিশ্বের দ্রুততম 5G রোলআউট করবে। এদিকে আবার Airtel সম্প্রতি জানিয়েছে, তাদের আলট্রা-ফাস্ট 5G পরিষেবা দেশের ৫০০ শহরে চালু করা হয়েছে।