Kolkata Traffic Police Body Camera: বদলাচ্ছে বডি ক্যামেরা, লালবাজারের সিদ্ধান্তে বিপাকে পড়বেন বেপরোয়া গাড়িচালকরা

Ashad Mallick

Ashad Mallick |

Updated on: Jan 16, 2023 | 8:04 PM

Kolkata Police: ২০১৬ সাল থেকে এই প্রযুক্তি ব্যবহার শুরু করে কলকাতা পুলিশ। ইতিপূর্বে বডি ক্যামেরায় ছিল ৩২ জিবি মেমরি কার্ড, ক্যামেরায় ৬ ঘণ্টার অডিয়ো-ভিডিয়ো রেকর্ডিং করা যেত অনায়াসে।

কলকাতা: আধুনিকতার ছোঁয়া লাগল এবার কলকাতা পুলিশেও। বদলে যাচ্ছে কলকাতা পুলিশের পুরনো ‘বডি ক্যামেরা’, বদলে আসছে আরও অত্যাধুনিক ক্যামেরা। লালবাজার সূত্রে খবর, আগামী অর্থবর্ষেই ট্রাফিক সার্জেন্টদের বডি ক্যামেরা বদলে নতুন ক্যামেরা দেওয়া হবে।

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে নিগ্রহ করা হোক বা ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ – সব ক্ষেত্রেই তথ্যপ্রমাণ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশের গায়ে লাগানো ক্যামেরা। ট্রাফিক সার্জেন্টদের ব্যবহৃত সেই ক্যামেরাই এবার বদলে যেতে চলেছে। ২০১৬ সাল থেকে এই প্রযুক্তি ব্যবহার শুরু করে কলকাতা পুলিশ। ইতিপূর্বে বডি ক্যামেরায় ছিল ৩২ জিবি মেমরি কার্ড, ক্যামেরায় ৬ ঘণ্টার অডিয়ো-ভিডিয়ো রেকর্ডিং করা যেত অনায়াসে। যদিও নাইট ভিশন হিসাবে খুব একটা উচ্চমানের ছিল না এই বডি ক্যামেরা।

লালবাজার সূত্রে খবর, নতুন বডি ক্যামেরা দূর থেকেই কথোপকথন স্পষ্টভাবে রেকর্ড করতে সক্ষম। পাশাপাশি নয়া ক্যামেরায় ৬৪ জিবি স্টোরেজ ক্যাপাসিটি থাকায় অডিয়ো-ভিডিয়ো আরও বেশিক্ষণ রেকর্ড করা সম্ভব। পাশাপাশি এই ক্যামেরা আগের মডেলের তুলনায় আকারে বড়, পিছনে থাকা ছোট্ট ডিসপ্লেতে দেখে নেওয়া যাবে ভিডিয়ো রেকর্ডিং। রাতের ছবিও স্পষ্ট দেখতে পায় এই ক্যামেরা, ফলত যেকোনও ধরনের ঘটনার ক্ষেত্রে তথ্যপ্রমাণ তুলে ধরা আগের চেয়েও সহজ হবে, আশাবাদী ট্রাফিক সার্জেন্টরা।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla