Chandrayaan 3: ডিজিটাল ক্লাসরুমে চন্দ্রযান পাঠ!
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই চাঁদের বুকে নামবে চন্দ্রযান ৩। ইতিহাস সৃষ্টি হবে পৃথিবীর বুকে। চন্দ্রযানের সফল ল্যান্ডিং নিয়ে যখন উচ্ছসিত দেশের বিভিন্ন প্রান্ত ঠিক সেই সময় বাঁকুড়ার রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদেদের ডিজিট্যাল বোর্ডে হাতেকলমে শিক্ষকরা বুঝিয়ে দিলেন চন্দ্রযানের উৎক্ষেপণ থেকে অবতরণের জটিল বিজ্ঞান।
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই চাঁদের বুকে নামবে চন্দ্রযান ৩। ইতিহাস সৃষ্টি হবে পৃথিবীর বুকে। চন্দ্রযানের সফল ল্যান্ডিং নিয়ে যখন উচ্ছসিত দেশের বিভিন্ন প্রান্ত ঠিক সেই সময় বাঁকুড়ার রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদেদের ডিজিট্যাল বোর্ডে হাতেকলমে শিক্ষকরা বুঝিয়ে দিলেন চন্দ্রযানের উৎক্ষেপণ থেকে অবতরণের জটিল বিজ্ঞান। চন্দ্রযানের অবতরণের সময় যত এগিয়ে আসছে ততই উচ্ছাস আর উন্মাদনা যেন গ্রাস করছে দেশ বাসীকে। নতুন এক ইতিহাস তৈরীর মাহেন্দ্রক্ষণের মুখে দাঁড়িয়ে গোটা দেশ। চন্দ্রযানের সফল ল্যান্ডিং এর অপেক্ষায় কাউন্টডাউন চলছে দেশ জুড়ে। দেশের কোনায় কোনায় সাফল্য কামনায় চলছে পুজো অর্চনা যাগযজ্ঞ। সারা দেশ যখন এসবে মাতোয়ারা ঠিক সেই সময় বাঁকুড়ার প্রত্যন্ত রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ডিজিট্যাল ক্লাসরুমে রকেট সায়েন্সের জটিল সূত্র সরল করে হাতেকলমে ক্ষুদে পড়ুয়াদের বুঝিয়ে দিলেন শিক্ষক শিক্ষিকারা। মহাকাশ গবেষণার এমন জটিল রহস্য হাতে কলমে বুঝতে পেরে উচ্ছসিত স্কুলের পড়ুয়ারা।