Carbon Di Oxide: বিশ্বজুড়ে বাড়ছে কার্বনের মাত্রা, অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে কি পৃথিবীর ভবিষ্যৎ?
কার্বন ডাই অক্সাইড নির্গমন সারা বিশ্বের দেশগুলির মধ্যে একমাত্র বিতর্কের কারণ হয়ে উঠেছে। কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানোর লক্ষ্যে সব দেশের।
কার্বন ডাই অক্সাইড নির্গমন সারা বিশ্বের দেশগুলির মধ্যে একমাত্র বিতর্কের কারণ হয়ে উঠেছে। কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানোর লক্ষ্যে সব দেশের। গবেষকরা বহুদিন ধরেই কার্বন ডাই অক্সাইড নির্গমন নিয়ে অনেক গবেষণা করে চলেছেন। নাসার পর্যবেক্ষকরা স্য়াটালাইটের সাহায্যে ১০০-টিরও বেশি দেশের কার্বন ডাই অক্সাইড নির্গমন নিয়ে পরীক্ষা। তারা গবেষণা সংক্রান্ত একটি মানচিত্র সামনে এনেছেন। এতে যেসব দেশকে সবুজ রঙে দেখানো হয়েছে,সেই সব দেশগুলির কার্বন নিঃসরণ কম। গাঢ় রঙে যে দেশগুলিকে দেখানো হয়েছে,সে দেশগুলি বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত করে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে আমেরিকা ও চিন। গবেষকরা ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত কার্বন ডাই অক্সাইড নির্গমন ট্র্যাক করেছেন। এই গবেষণার উদ্দেশ্য় ছিল কোন দেশে কত বেশি পরিমাণে কার্বন নির্গমন হচ্ছে,তা বের করা। নাসার কারেন সেন্ট জার্মেইন বলেন,’নাসা কীভাবে কার্বন নিঃসরণ পরিমাপ করার প্রচেষ্টা চালাচ্ছে তারই একটি উদাহরণ হল এই ম্য়াপটি’। গবেষণার সঙ্গে যুক্ত লেখকরা জানিয়েছেন, এই গবেষণা সব দেশের জন্যই উপকারী হতে পারে। এমন অনেক দেশ রয়েছে,যারা গত কয়েক বছর ধরে কার্বন নিঃসরণের রেকর্ডে নেই। শুধুমাত্র গাছ কাটার ফলে লাতিন আমেরিকা,এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলে কার্বন নিঃসরণ বেড়েছে। এই গবেষণায় কার্বন নির্গমন কীভাবে কমানো যায়,তা ব্যাখ্যা করা হয়েছে। পৃথিবীতে এমন অনেক জঙ্গল আছে,যেখানে মানুষের হস্তক্ষেপ কম। সেই সব জঙ্গলের সাহায্যে কার্বন নিঃসরণ কমানো যেতে পারে।