Longest train services of Indian Railways: কোনও ট্রেনে লাগে ৮০ ঘন্টা, কোনও ট্রেনে ৪দিন!
ভারতে প্রায় ১১৫,০০০ কিলোমিটার এলাকা জুড়ে রেলপথ আছে। বিবেক এক্সপ্রেস ভারতের দীর্ঘতম রেলপথে চলাচল করে। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত যায় এই ট্রেনটি। এই রুটটি দীর্ঘ ৪,২৭৩ কিলোমিটার।
ভারতে প্রায় ১১৫,০০০ কিলোমিটার এলাকা জুড়ে রেলপথ আছে। বিবেক এক্সপ্রেস ভারতের দীর্ঘতম রেলপথে চলাচল করে। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত যায় এই ট্রেনটি। এই রুটটি দীর্ঘ ৪,২৭৩ কিলোমিটার। এই পথ যেতে ট্রেনটির সময় লাগে ৮০ ঘন্টা । ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত ৫৫ টি স্টেশন পড়ে। তিরুবনন্তপুরম – শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ৩৯৩২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।
এই পথ যেতে ট্রেনটির সময় লাগে প্রায় ৭৬ ঘন্টা । ট্রেনটি এই দূরত্ব অতিক্রম করার সময় ৫৪টি স্টপেজ পড়ে। কাটরা থেকে কন্যাকুমারী যায় হিমসাগর এক্সপ্রেস। এই পথ যেতে ট্রেনটির সময় লাগে প্রায় ৭৩ ঘণ্টা। ট্রেনটি ৩৭৮৫ কিলোমিটার দূরত্ব যায় । ১২টি রাজ্য অতিক্রম করে ও ৭৩টি স্টেশনে ট্রেনটি থামে। তিরুনেলভেলি থেকে কাটরাতে যায় জম্মু এক্সপ্রেস ট্রেনটি। এই ট্রেনটি ১১টি রাজ্যের মধ্য দিয়ে চলাচল করে এবং ৬২টি স্টেশনে থামে। ট্রেনটি ৩,৬৩১ কিলোমিটার পথ যেতে সময় নেয় প্রায় ৭১ ঘণ্টা । ম্যাঙ্গালোর সেন্ট্রাল থেকে জম্মু তাওয়াই যাওয়া যায় নবযুগ এক্সপ্রেস ট্রেনে। ট্রেনটি ৩৬০৭ কিলোমিটার পথ যেতে সময় নেয় ৪ দিন। নবযুগ এক্সপ্রেস ট্রেনটি ভারতের ১৫টি রাজ্যের মধ্যে দিয়ে যায়।