Durga Puja 2023: পুজোয় মিলবে পদ্ম?

Durga Puja 2023: পুজোয় মিলবে পদ্ম?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 06, 2023 | 8:43 PM

Lotus in Durga Puja: দুর্গা পুজোয় পদ্মের যোগান নিয়ে চিন্তায় পদ্ম চাষিরা। সময়ে হয়নি বৃষ্টি পরে যখন বৃষ্টি হল তা প্রয়োজনের তুলনায় বেশি। আবহাওয়ার খামখেয়ালিপনায় মার খাচ্ছে পদ্ম চাষ। এমনই মত, হুগলির পদ্ম চাষিদের।

দুর্গা পুজোয় পদ্মের যোগান নিয়ে চিন্তায় পদ্ম চাষিরা। সময়ে হয়নি বৃষ্টি পরে যখন বৃষ্টি হল তা প্রয়োজনের তুলনায় বেশি। আবহাওয়ার খামখেয়ালিপনায় মার খাচ্ছে পদ্ম চাষ। এমনই মত, হুগলির পদ্ম চাষিদের। হুগলির পাণ্ডয়া ব্লকের বেড়েলা, কোচমালি, বৈঁচী, চারাবাগান, খন্যান, গোয়ারা, পাঁচগড়া,বৈঁচী গ্রাম-সহ বিভিন্ন এলাকায় একরের পর একর জলাশয়ে হয় পদ্ম চাষ। প্রায় শতাধিক পদ্ম চাষী রয়েছেন এই ব্লকে।

দুর্গা পুজোর উপাচারে পদ্ম ফুল অন্যতম গুরুত্বপূর্ণ সামগ্রী। পদ্ম ফুল ছাড়া দুর্গা পুজো সম্পন্ন হবেনা। পুরান মতে, মহাষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে চন্ড মুন্ড অসুরকে বধ করতে দেবী দুর্গা চামুন্ডা রূপে আবির্ভূতা হন। রীতি অনুযায়ী, সন্ধি পুজোয় ১০৮ টি পদ্ম নিবেদন করা হয় মা দুর্গাকে। পদ্ম হল ভক্তির স্বরূপ। তাই দুর্গা পুজোয় পদ্ম ফুলের চাহিদা থাকে বিপুল।

পাণ্ডয়ার পদ্ম চাষিরা পুজোয় সেই পদ্মের যোগান দিয়ে থাকেন প্রতি বছর। অনেকেই ঋণ নিয়ে চাষ করেন। পদ্ম বিক্রি করে ঋণ শোধ হয়ে যায় অন্য বছর গুলোতে। এবার ছবিটা অন্যরকম। চাষিরা বলছেন, সময়ে বর্ষা হয়নি তাই জলাশয় গুলোতে পর্যাপ্ত জল ছিল না। গাছ তৈরী হতে সময় নিয়েছে। এখন আবার বেশি বৃষ্টি হওয়ায় পদ্মের কুঁড়ি সেভাবে হচ্ছে না। ফলে উৎপাদন মার খাচ্ছে।

অন্যান্য বার পুজোর মাস খানেক আগে থেকে পদ্ম তোলা শুরু হয়।এলাকায় বহুমুখি হিমঘর না থাকলেও আলু রাখার হিমঘরে পদ্ম রাখা হয়।তারপর সেই ফুল পুজোর সময় হাওড়া মল্লিক বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা হয়।এবার আগে থেকে মজুত করার মত ফুলই হয়নি।পুজোর সময় কি করে পদ্মের যোগান দেবেন সেই চিন্তা।এক বিঘা জল করের জলাশয়ে পদ্ম চাষে প্রায় ত্রিশ হাজার টাকা খরচ হয়।সেই টাকা উঠবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে চাষীদের।।