Dhupguri: বন্যা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তা ও বাঁধে
Flash Flood: বন্যার আতঙ্কে ঘর ছেড়ে রাস্তা ও বাধে আশ্রয় নিল প্রায় এক শতাধিক পরিবার। প্লাস্টিক টাঙিয়ে রাস্তার উপর বাঁধের উপর রাত জেগে আতঙ্কিত গ্রামবাসীরা। নতুন করে জল ছাড়া হবে সিকিম থেকে এই খবর ছড়িয়ে পড়তেই রাত দু'টো থেকে ঘর-বাড়ি ছেড়ে গাজলডোবা ক্যানেলের রাস্তা ও বাধের উপর গভীর রাত থেকে গবাদি পশু কোলের শিশু দের নিয়ে আশ্রয় নিয়ে আপালচাদ গ্রামের বাসিন্দারা।
বন্যার আতঙ্কে ঘর ছেড়ে রাস্তা ও বাধে আশ্রয় নিল প্রায় এক শতাধিক পরিবার। প্লাস্টিক টাঙিয়ে রাস্তার উপর বাঁধের উপর রাত জেগে আতঙ্কিত গ্রামবাসীরা। নতুন করে জল ছাড়া হবে সিকিম থেকে এই খবর ছড়িয়ে পড়তেই রাত দু’টো থেকে ঘর-বাড়ি ছেড়ে গাজলডোবা ক্যানেলের রাস্তা ও বাধের উপর গভীর রাত থেকে গবাদি পশু কোলের শিশু দের নিয়ে আশ্রয় নিয়ে আপালচাদ গ্রামের বাসিন্দারা।
কোন এক মারফত থেকে খবর ছড়িয়ে পড়ে সর্বত্র পুনরায় জল ছাড়া হতে পারে। এমনকি কিছু কিছু এলাকায় প্রশাসনের তরপায় মাইকিং করা হয় সাধারণ মানুষকে সতর্ক করতে। এতেই আরও আতঙ্কিত হয়ে পড়েন এলাকা বাসিন্দারা। প্রথম দিনের ভয়ঙ্কর স্মৃতি মনে করেই জল ঢুকে পড়ার আতঙ্ক থেকেই গ্রাম ছেড়ে রাস্টার উপর পলেথিন টাঙিয়ে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়ি ফিরতে নারাজ তারা। গ্রামবাসীদের সাথে যোগাযোগ রাখছেন গ্রামের পঞ্চায়েত প্রধানরা।