Maldah Flood News: জলের তলায় মালদহ হাসপাতাল

Maldah Flood News: জলের তলায় মালদহ হাসপাতাল

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 05, 2023 | 8:17 PM

টানা বৃষ্টিতে মালদা শহর জুড়ে বন্যা পরিস্থিতি। এই আশঙ্কা করেই আমরা খবর করেছিলাম বৃষ্টি হলে শহরকে বাঁচানো যাবে না। মহানন্দা নদী ফুঁসছে, শহরের জল বেরোনোর পথ নেই। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই জলবন্দী মালদা শহর।

টানা বৃষ্টিতে মালদা শহর জুড়ে বন্যা পরিস্থিতি। এই আশঙ্কা করেই আমরা খবর করেছিলাম বৃষ্টি হলে শহরকে বাঁচানো যাবে না। মহানন্দা নদী ফুঁসছে, শহরের জল বেরোনোর পথ নেই। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই জলবন্দী মালদা শহর। জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে, অ্যাকাডেমিক, হোস্টেল থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ইমার্জেন্সি সবই জল মগ্ন। চত্বরে একহাঁটু জল।

শহরের বেশ কিছু হাই স্কুল,প্রাথমিক স্কুল জল বন্দী। আগে থেকেই আবহাওয়া দপ্তর জারি করেছিল মালদা জেলাকে লাল সংকেত। আর আবহাওয়া দপ্তরে কথা অনুযায়ী বুধবার সারারাত ধরে টানা বৃষ্টির জেরে বানভাসি মালদা শহর। বিশেষ করে ইংরেজবাজার পৌরসভার ৩,৪ নম্বর ওয়ার্ড ২৫ নম্বর ওয়ার্ড ২৯ নম্বর ওয়ার্ড ২৪ নম্বর ওয়ার্ড সহ ১১ ১২ ১০ নম্বর ওয়ার্ড জলে ভাসছে। জলে ডুবেছে মালদা জেলা হাই স্কুল এবং ঠাকুর অনুকূলচন্দ্র হাই স্কুল।