Bankura News: জলে ডুবেছে, ঝুঁকি নিয়ে রেল সেতু পারাপার

Bankura News: জলে ডুবেছে, ঝুঁকি নিয়ে রেল সেতু পারাপার

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 05, 2023 | 8:15 PM

টানা বৃষ্টিতে ডুবল বাঁকুড়ার ছাতনা মেজিয়া রাজ্য সড়কের উপর গাইঘাটা জোড়ের উপরে থাকা মাতাবেল কজওয়ে। কজওয়ের উপর দিয়ে বেগে বইছে জল। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে রেল সেতু দিয়ে নদী পারাপার করতে বাধ্য হচ্ছেন বিস্তীর্ণ এলাকার মানুষ।

টানা বৃষ্টিতে ডুবল বাঁকুড়ার ছাতনা মেজিয়া রাজ্য সড়কের উপর গাইঘাটা জোড়ের উপরে থাকা মাতাবেল কজওয়ে। কজওয়ের উপর দিয়ে বেগে বইছে জল। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে রেল সেতু দিয়ে নদী পারাপার করতে বাধ্য হচ্ছেন বিস্তীর্ণ এলাকার মানুষ।একটানা কয়েকদিন বৃষ্টি হলেই দামোদরের শাখা নদী গাইঘাটা জোড়ের জলে প্লাবিত হয় মেজিয়া ছাতনা রাজ্য সড়কের উপর থাকা মাতাবেল কজওয়ে। এবারও তার অন্যথা হল না।

শুক্রবার থেকে শুরু হওয়া টানা বর্ষণে বুধবার এই কজওয়ের উপর উঠে আসে গাইঘাটা জোড়ের জল। কজওয়ের উপর বিপদ সীমা দিয়ে জল বইতে শুরু করায় ওই রাজ্য সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। অগত্যা দুপাড়ের অসংখ্য মানুষ পার্শ্ববর্তী রেল সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন। স্থানীয় দের দাবী সেতুটি উঁচু করার দাবীতে বারবার প্রশাসনের কাছে দরবার করা হয়েছে। একাধিকবার প্রশাসনের তরফে নতুন সেতু নির্মাণের প্রাথমিক সমীক্ষার কাজ হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলে বর্ষাকালে দুপাড়ের হাজার হাজার মানুষের নিত্য দিনের দুর্ভোগ আজো অব্যাহত।