RBI Guidelines: বাড়িতে পুরনো ৫০০ টাকার নোট? সাবধান!
RBI Guidelines: অনেকেই পুরনো ৫০০ টাকার নোট বাড়িতে তুলে রেখেছেন। কেউ কেউ আবার পুরনো হাজার টাকার নোট বাড়িতে রেখেছেন। কিন্তু জানেন কি দশটার বেশি নোট রাখলে আপনার জেল হতে পারে।
অনেকেই পুরনো ৫০০ টাকার নোট বাড়িতে তুলে রেখেছেন। কেউ কেউ আবার পুরনো হাজার টাকার নোট বাড়িতে রেখেছেন। কিন্তু জানেন কি দশটার বেশি নোট রাখলে আপনার জেল হতে পারে। ২ হাজার টাকার নোট তুলে নিচ্ছে RBI। ৩০শে সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দিতে পারবেন। অনেকেই ব্যাঙ্কে ৫০০ ও হাজার টাকার নোট সম্পূর্ণরূপে জমা দিতে পারেনি। সেই পুরনো নোট আপনার বাড়িতে থাকলে বিপদে পড়তে পারেন। ১০ টার বেশি পুরনো ১হাজার টাকার নোট থাকলে ৪ বছরের জেল হতে পারে। জরিমানা হতে পারে ৫ হজার টাকা। ৩০ সেপ্টেম্বরের পর ২ হাজার টাকা থাকলে জেলে যেতে হবে না। আরবিআই জানিয়েছে, ৩০শে সেপ্টেম্বরের পরেও লিগাল টেন্ডার থাকবে ২০০০ টাকার নোটে।
Latest Videos