Howrah News: যুদ্ধকালীন তৎপরতায় ৩০ হাজারের রান্না

Howrah News: যুদ্ধকালীন তৎপরতায় ৩০ হাজারের রান্না

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 20, 2023 | 8:45 PM

সকাল থেকেই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী দূরের বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসতে শুরু করেছেন। সেখান থেকে তাদের কলকাতা এবং হাওড়ার বিভিন্ন জায়গায় রাত্রিবাসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। হাওড়া সালকিয়াতে উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরীর তত্ত্বাবধানে প্রায় ৩০ হাজার মানুষের রান্নাবান্নার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়

আগামিকাল তৃণমূল কংগ্রেসের ধর্মতলার সভা ঘিরে উন্মাদনা তুঙ্গে। সকাল থেকেই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী দূরের বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসতে শুরু করেছেন। সেখান থেকে তাদের কলকাতা এবং হাওড়ার বিভিন্ন জায়গায় রাত্রিবাসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। হাওড়া সালকিয়াতে উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরীর তত্ত্বাবধানে প্রায় ৩০ হাজার মানুষের রান্নাবান্নার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। বিধায়ককে দেখা গেল তিনি নিজেও রান্নাবান্নার কাজে হাত লাগিয়েছেন। মেনু ভাত, ডাল, আলু পটলের তরকারি এবং ডিম সেদ্ধ। রাধুনী এবং তাদের সহকারী মিলিয়ে প্রায় আড়াইশো জন রান্নার কাজে হাত লাগিয়েছেন। সন্ধ্যেবেলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা উত্তর হাওড়ার শ্রীরাম বাটিকা এবং শ্যাম গার্ডেন দুটি জায়গাতে আসবেন। সেখানে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে।