Bhangar News: ২১শে উপলক্ষ্যে অন্য ভাঙড়

Bhangar News: ২১শে উপলক্ষ্যে অন্য ভাঙড়

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 20, 2023 | 9:00 PM

সকাল সন্ধ্যে সিআরপিএফ-র‍্যাপ-পুলিশের কর্কশ বুটের আওয়াজ। এরই মাঝে রাজনৈতিক সংঘর্ষে নিহত পারিবারের সদস্যরা আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছেন। মনোনয়ন থেকে ভোট গ্রহণ পর্বে ভাঙড়ে মৃতের সংখ্যা সাত। দুএকজন বাদ দিয়ে সাহায্য পাইনি কেউই। 

২১শে জুলাইকে সামনে রেখে সাজ সাজ রব সারা রাজ্যে। ব্যতিক্রম ভাঙড়। ফি বছর রঙ তুলি সঙ্গে মুড়ি চানাচুর নিয়ে রাস্তায় মোড়ে মোড়ে দেওয়াল লিখনের ধুম লাগত। “পায়ে পায়ে উড়িয়ে ধুলো, ২১শের সভায় চলো” বলে যে দেওয়াল গুলি সেজে উঠত নানা রঙে সেখানে আজ রক্তের দাগ।
সকাল সন্ধ্যে সিআরপিএফ-র‍্যাপ-পুলিশের কর্কশ বুটের আওয়াজ। এরই মাঝে রাজনৈতিক সংঘর্ষে নিহত পারিবারের সদস্যরা আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছেন। মনোনয়ন থেকে ভোট গ্রহণ পর্বে ভাঙড়ে মৃতের সংখ্যা সাত। দুএকজন বাদ দিয়ে সাহায্য পাইনি কেউই। পশ্চিম ভোগালির আইএসএফ কর্মী রেজাউল গাজির পরিবার হোক বা কাঁঠালিয়ার তৃণমূল কংগ্রেস নেতা শেখ মোসলেম, কিংবা কাঁটাডাঙ্গার আইএসএফ কর্মী হাসান আলীরা পাইনি কোন আর্থিক সাহায্য। ২১শে জুলাই যখন শহীদদের স্মরণ করবে রাজ্য সরকার। লক্ষ লক্ষ টাকা খরচ করে আড়ম্বরপূর্ণ আয়োজন ঠিক তার পূর্ব মূহুর্তে আর্থিক সাহায্যের দাবি করছেন ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষে নিহতদের পরিবারের সদস্যরা।