Panchayat Elections 2023: রাজিবুল স্মরণে মীনাক্ষি
ভোটের সময় পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিষ্ণুপুর গ্রামে খুন হয়েছিলেন সিপিএম কর্মী রাজিবুল শেখ। পঞ্চায়েতের ভোটের আগেরদিন বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের চত্বরে সিপিএম তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন সিপিএম কর্মী রাজিবুল শেখ। ভোটের দিন তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবার স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা সহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
ভোটের সময় পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিষ্ণুপুর গ্রামে খুন হয়েছিলেন সিপিএম কর্মী রাজিবুল শেখ। পঞ্চায়েতের ভোটের আগেরদিন বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের চত্বরে সিপিএম তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন সিপিএম কর্মী রাজিবুল শেখ। ভোটের দিন তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবার স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা সহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে। রাজিবুলের স্মরণে বৃহস্পতিবার আউশগ্রামের মোরবাঁধে সিপিএমের দলীয় কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়। এই স্মরণসভায় যোগ দেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানথেকে বিষ্ণুপুর গ্রামে নিহত রাজিবুল শেখের পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন। তবে এদিন মীনাক্ষী মুখোপাধ্যায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন,” পুলিশ প্রশাসন যদি পঞ্চায়েত ভোটের আগে থেকে, পঞ্চায়েত ভোটের দিনে এবং ভোটের পরে নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করত তাহলে এরকম রাজিবুলের মত ছেলেদের হারাতে হত না। এই নৈরাজ্যের বিরুদ্ধে আমরা জোটবদ্ধভাবেই লড়াই করব।” নিহত সিপিএম কর্মীর বাবা মোজাম্মেল শেখ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।