BTech Student Died: ভিন রাজ্যে বিটেক ছাত্রের রহস্য মৃত্যু!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 26, 2023 | 9:25 PM

ভিন রাজ্যে বিটেক ছাত্রের রহস্য মৃত্যু! খুনের অভিযোগ পরিবারের। দেহ ফিরতেই শোকস্তব্ধ শহরবাসী।

সপ্তাখানেক আগেই ছেলেকে হোস্টেলে রেখে মেদিনীপুর শহরে ফিরেছিলেন বাবা মা। এর মধ্যেই সব শেষ! ভিন রাজ্যে রহস্য মৃত্যু মেদিনীপুরের মেধাবী ছাত্র সৌরদীপ চৌধুরীর। চলতি সপ্তাহের সোমবার অন্ধপ্রদেশের গুন্টুর জেলার কে এল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৩ তলা হোস্টেলের ১১ তলা থেকে পড়ে গিয়ে সৌরদ্বীপের মৃত্যু হয়েছে বলে খবর বিশ্ববিদ্যালয় সূত্রে। প্রসঙ্গত চলতি বছর মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাস করার পর অন্ধপ্রদেশের কে এল বিশ্ববিদ্যালয় এ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ বিটেক কোর্সে ভর্তি হয়েছিল সৌরদীপ। চলতি মাসের ১৭ তারিখ মেদিনীপুর থেকে গুন্টুর পৌঁছায় সৌরদীপ। ২৪ তারিখ বিশ্ববিদ্যালয়ের তরফে সৌরদীপের বাবা সুদীপ চৌধুরীকে জানানো হয় ছেলের মৃত্যুর খবর। খবর পেয়ে মেদিনীপুর থেকে গুন্টুর পৌঁছেন মৃত ছাত্রের বাবা সহ পরিজনেরা। চলতি সপ্তাহের মঙ্গলবার গুন্টুরেই সম্পন্ন হয় সৌরদীপের ময়নাতদন্ত। ময়নাতদন্তের পর বুধবার দুপুরে সৌরদ্বীপের দেহ নিয়ে আসা হয় মেদিনীপুরে। সৌরদীপের বাবা সুদীপ চৌধুরীর অভিযোগ, তার ছেলে আত্মহত্যা করতে পারেন না। ভারী কোন বস্তু দিয়ে মেরে খুন করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য গুন্টুর জেলার তাডেপল্লী থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত ছাত্রের বাবা। সব মিলিয়ে মেদিনীপুরের কৃতি ছাত্রের রহস্য মৃত্যুতে শোকের ছায়া শহরজুড়ে।