Ram Bai: ১০৬ বছর বয়স  ১০০ ও ২০০ মিটারে   সোনা জিতলেন  দাদি

Ram Bai: ১০৬ বছর বয়স ১০০ ও ২০০ মিটারে সোনা জিতলেন দাদি

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Jul 04, 2023 | 7:45 PM

Super Dadi: ২৫০ গ্রাম ঘি রুটিতে মাখিয়ে খান চুরমা দিয়ে। দই খান ৫০০ গ্রাম। খান দুধ। গ্রামের সবচেয়ে প্রবীণ এই মানুষটি উজ্জ্বল শতবর্ষ পার করেও।

আমরা যখন তখন অল্পে ভেঙে পড়ি। আজ এক সুপার দাদির গল্প শুনুন। তাঁকে দেখে মনে হবেই বয়স তো কেবলই সংখ্যা মাত্র! ৪৫.৪০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গত বছরই বিশ্বরেকর্ড করেছেন রামবাঈ। বিশ্বরেকর্ডের কারণ তাঁর বয়স তখন ছিল ১০৫ বছর। ১০৬ বছর বয়সে জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি পেলেন ৬টি মেডেল। ৮০০ রও বেশি অ্যাথলিট অংশগ্রহণ করেন এই চ্যাম্পিয়নশিপে। রামবাঈ ১০০, ২০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন। শটপাটেও নজরকাড়া পারফরম্যান্স দাদির। হরিয়ানার কাদমা গ্রামের রামবাঈ ‘সুপার দাদি’ বা ‘উড়ন্ত পরি’ নামে বিখ্যাত। দেরাদুনে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেডেল পেয়ে আবার শিরোনামে ১০৬ বছর বয়সী পরি। প্রবীণা প্রতিদিন ৫ কিলোমিটার দৌড়ান। ২৫০ গ্রাম ঘি রুটিতে মাখিয়ে খান চুরমা দিয়ে। দই খান ৫০০ গ্রাম। খান দুধ। গ্রামের সবচেয়ে প্রবীণ এই মানুষটি উজ্জ্বল শতবর্ষ পার করেও।