Panchayat Election 2023: দানবের নাম থেকে এই গ্রাম

Panchayat Election 2023: দানবের নাম থেকে এই গ্রাম

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 04, 2023 | 8:00 PM

গ্রামের মোড়ে ১৮৪৬ এ প্রতিষ্ঠিত স্কুলের নাম ময়দা হাইস্কুল। কেন এমন নাম? সামনের কালি মন্দিরে ঢুকতেই মিলল সেই উত্তর। ময় দানবের পূজিত এই কালি মন্দির। জনশ্রুতি পাতালে গিয়ে নাকি মা কালির পুজো করতেন ময় দানব। সেই ময় দানবের নাম থেকেই গ্রামের নাম 'ময়দা'। পরবর্তীকালে চাঁদ সওদাগরের তরী ভেড়ে এই মন্দিরের পাশে।

দক্ষিণ ২৪ পরগনার ছোট্ট জনপদের একটি মিষ্টির দোকানে তখন ময়দার গজা তৈরি হচ্ছে। ঘটনাচক্রে এই গ্রামের নামও ‘ময়দা’। গ্রামের মোড়ে ১৮৪৬ এ প্রতিষ্ঠিত স্কুলের নাম ময়দা হাইস্কুল। কেন এমন নাম? সামনের কালি মন্দিরে ঢুকতেই মিলল সেই উত্তর। ময় দানবের পূজিত এই কালি মন্দির। জনশ্রুতি পাতালে গিয়ে নাকি মা কালির পুজো করতেন ময় দানব। সেই ময় দানবের নাম থেকেই গ্রামের নাম ‘ময়দা’। পরবর্তীকালে চাঁদ সওদাগরের তরী ভেড়ে এই মন্দিরের পাশে। তখন নাকি এই জলাশয় ছিল নদী। গঙ্গার স্রোত বয়ে যেত মন্দিরের পাশ দিয়ে। মন্দিরের বন্দ্যোপাধ্যায় পরিবারের দাবি চাঁদ সওদাগরের নৌকোর কাঠ দিয়েই তৈরি মন্দিরের গর্ভগৃহের দরজা। ছোটবেলা থেকে বাবার হাত ধরে মন্দিরে আসতেন পরিবারের মেয়ে মহুয়া। তিনি বলছেন এই মন্দিরের বিশেষত্ব। এখানকার দেবী নাকি খুব জাগ্রত। সন্তানহীনের সন্তান হয়, মৃতবৎসার সন্তান হয়। মন্দিরের উৎসবে তাই মেলা বসে, মানুষের ভিড় জমে। জনশ্রুতি, লোককথা আর তাকে ঘিরে মানুষের বিশ্বাস এগুলো হয়ত শহুরে জীবনযাত্রায় অভ্যস্ত জীবনে কিছুটা অবান্তর। অনেকে বলবেন অন্ধ বিশ্বাস, কেউ বলবেন কুসংস্কার । কিন্তু বেশ কিছু মানুষের দৈনন্দিন জীবন যাপনে আজও চাঁদ সওদাগরের সপ্ত ডিঙ্গা মধুকরের দাঁড়ের শব্দ। রামায়ণ মহাভারত থেকে উঠে আসা ময় দানবের ছেনি হাতুড়ির আওয়াজ। যেন স্পর্শ করে দেখা যায় তাকে। এক লহমায় ঘুরে আসা যায় ইতিহাসেরও আগেকার যুগ থেকে। কী করে অগ্রাহ্য করবেন তাকে? ভোট আসছে ময়দায়। আপাত সমস্যা হীন একটা ছোট্ট গ্রাম। ভারতের আরও বেশ কিছু বিশেষ অঞ্চলের মতো মহাকাব্য এখানের দৈনন্দিন জীবন চর্যা। দৈনন্দিন জীবন যাপন।