Pub G Ban: এই কারণে পাবজি ব্যান হয় ভারতে
Pub G: কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রণবীর আল্লাবাদিয়া বলেছেন। ইন্টারনেট নিরাপদ ও বিশ্বস্ত রাখতে ব্যান করা হয় পাবজি। ১২০ কোটি ভারতীয় ইন্টারনেট ব্যবহার করেন তাঁদের জন্য নেট মাধ্যম নিরাপদ রাখা গুরুত্বপূর্ণ।
২০২০তে ভারতে ব্যান হয় পাবজি গেম। সারা দুনিয়ার জনপ্রিয় এই ব্যাটল রয়্যাল গেম তাই ভারতীয়রা খেলতে পারেন না। ২০২০তে দেশে নিরাপত্তার কারণে চিনা অ্যাপের ওপরে সার্জিক্যাল স্ট্রাইক করে কেন্দ্র। তারপর ভারতে লঞ্চ হয় বিজিএমআই বা ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। বিজিএমআই তৈরি করে দঃ কোরিয়ার ক্রাফটন। বিজিএমআই লঞ্চের ১ বছরের মধ্যে ব্যান হলেও তা আবার ফিরে আসে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রণবীর আল্লাবাদিয়া বলেছেন। ইন্টারনেট নিরাপদ ও বিশ্বস্ত রাখতে ব্যান করা হয় পাবজি। ১২০ কোটি ভারতীয় ইন্টারনেট ব্যবহার করেন তাঁদের জন্য নেট মাধ্যম নিরাপদ রাখা গুরুত্বপূর্ণ। মন্ত্রী বলেন ব্যানের পরে বিজিএমআই ফিরে আসায় গেমাররা খুশি। সরকার দেশীয় প্রযুক্তিতে তৈরি গেমগুলিকে উৎসাহিত করতে চায়। যে সব গেম দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির কথা বলে। সেই ধরনের গেম আরও তুলে ধরতে চায় কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি দফতর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা বলেন রণবীর আল্লাবাদিয়া। ইউটিউবে প্রচারিত হয় এই সাক্ষাৎকার।