Durgapur Political News: দল বলল একজনকে, হলেন একজন!

Durgapur Political News: দল বলল একজনকে, হলেন একজন!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 11, 2023 | 2:56 PM

দুর্গাপুরের অন্ডাল ব্লকের খান্দরা পঞ্চায়েতের উপপ্রধান পদে অফিসিয়াল ক্যান্ডিডেটকে হারিয়ে সিপিআইএমের সমর্থনে উপপ্রধান হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ বাদ্যকর। দলের টিকিটে নির্বাচিত একাংশ ও তিন সিপিএম সদস্যের সেটিংয়ে পরাজিত অফিসিয়াল উপপ্রধানের পদপ্রার্থী।

অভিষেকের নবজোয়ার কর্মসূচি মুখ থুবড়ে পড়লো, দলের অফিসিয়াল পদপ্রার্থীকে পরাজিত করে নিজের দলের দশ ও সিপিআইএমের তিন পঞ্চায়েত সদস্যর ভোট পেয়ে উপপ্রধান নির্বাচিত হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ বাদ্যকর। ছবিটা অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েতের। এই পঞ্চায়েতে নির্বাচনে ২৩ টির মধ্যে তৃণমূল জয়ী হয় ২০টি আসনে সিপিআইএম পায় তিনটি আসন। বৃহস্পতিবার বোর্ড গঠন ছিল পঞ্চায়েতের। উপপ্রধান পদে অফিসিয়াল পদ প্রার্থী ছিলেন আশীষ ভট্টাচার্য, কিন্তু দাবিদার হিসেবে আরেক তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ বাদ্যকর ভোটাভূটিতে অংশ নেন। উপপ্রধান হতে গেলে নুন্যতম ১১ জন পঞ্চায়েত সদস্যের ভোট প্রয়োজন ছিল গণেশ বাদ্যকরের। ভোটাভুটিতে দেখা যায় দলের ১০ পঞ্চায়েত সদস্য তো বটেই সাথে তিন সিপিআইএম পঞ্চায়েত সদস্য ভোট দেন গণেশ বাদ্যকরকে। ফলে তৃণমূলের অফিসিয়াল পদ প্রার্থী আশীষ ভট্টাচার্য পরাজিত হন। দলের একাংশ সিপিআইএমের সাথে সেটিং করে তাকে হারিয়ে দিল। দলের হুইপ অমান্য করে দলের ভাবমূর্তি নস্ট করলো দলেরই একাংশ, ক্ষোভ উগরে দিয়ে মন্তব্য খান্দরা পঞ্চায়েতের অফিসিয়াল উপপ্রধান পদপ্রার্থী আশীষ ভট্টাচার্যের। অভিযোগ উড়িয়ে দিয়ে জয়ী উপপ্রধান তৃণমূলের গণেশ বাদ্যকরের জবাব ভুল বলছেন উনি, পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা তাকে যোগ্য মনে করছেন তাই ভোট দিয়েছেন। এইভাবে দলের হুইপ অমান্য করে দলেরই অফিসিয়াল প্রার্থী আশীষ ভট্টাচার্যকে হারিয়ে দেওয়ার ঘটনায় বিড়ম্বনায় পড়ে তৃণমূল নেতৃত্ব। রাতে দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও ব্লক সভাপতি কালোবরণ মন্ডলকে পাশে নিয়ে জেলা যুব সভাপতি কৌশিক মন্ডল ঘোষণা করেন দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে গণেশ বাদ্যকরকে।
অন্ডালের খান্দরা পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব।

Published on: Aug 11, 2023 02:55 PM