Paschim Madinipur Panchayat Board: কাগজ ছেঁড়ার পাল্টা মার!
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের চরম উত্তেজনা। বিজেপির অভিযোগ, ভোটাভুটির কথা থাকলেও সমস্ত কাগজপত্র ছিঁড়ে দিয়েছে তৃণমূল কর্মীরা। অপরদিকে তৃণমূলের অভিযোগ তাদের প্রার্থীকে মারধর করেছে বিজেপি। পুরো ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে র্যফ।
গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের চরম উত্তেজনা,বিজেপির অভিযোগ, ভোটাভুটির কথা থাকলেও সমস্ত কাগজপত্র ছিঁড়ে দিয়েছে তৃণমূল কর্মীরা, অপরদিকে তৃণমূলের অভিযোগ তাদের প্রার্থীকে মারধর করেছে বিজেপি। পুরো ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে র্যফ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বান্দিপুর এক গ্রাম পঞ্চায়েত আজ পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। বোর্ড গঠনের আগে চরম উত্তেজনা। জানাযায় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, ১৫ টির মধ্যে বিজেপির দখলে ৭ টি ও তৃণমূলের দখলে ৭ টি, সিপিএম ১ টি। আর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আজ বোর্ড গঠন করতে বিজেপি আর তৃণমূল কর্মী সমর্থকরা এসে পৌঁছলে, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভিতরে শুরু হয়ে যায় হাতাহাতি। তৃণমূলের এক প্রার্থীকে মারধর করেছে বিজেপি প্রার্থীরা এমনই অভিযোগে ঘিরে, চরম উত্তেজনার সৃষ্টি হয়, এক প্রস্তর হয়ে যায় ধাক্কাধাক্কি,পুলিশকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যায়, তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনি ও র্যফ।