Dankuni Arrest News: যাত্রী সেজে ট্যাক্সি ছিনতাই!

Dankuni Arrest News: যাত্রী সেজে ট্যাক্সি ছিনতাই!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 11, 2023 | 4:04 PM

যাত্রী সেজে ট্যাক্সি ছিনতাই কিনারা করল চন্দনগর পুলিশ কমিশনারেট। গত ৯ তারিখ ডানকুনি হাউসিং থেকে দুষ্কৃতীরা যাত্রী সেজে একটি ট্যাক্সি ভাড়া নিয়ে প্রথমে নিশ্চিন্দা থানার জয়পুর পরে গন্তব্য পরিবর্তন করে সেখান থেকে রঘুনাথপুরে এসে ড্রাইভারকে গাছে বেঁধে মোবাইল ও গাড়ি ছিনতাই করে চম্পট দেয়। ডানকুনি থানায় অভিযোগ দায়ের হয়। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ।

যাত্রী সেজে ট্যাক্সি ছিনতাই কিনারা করল চন্দনগর পুলিশ কমিশনারেট। গত ৯ তারিখ ডানকুনি হাউসিং থেকে দুষ্কৃতীরা যাত্রী সেজে একটি ট্যাক্সি ভাড়া নিয়ে প্রথমে নিশ্চিন্দা থানার জয়পুর পরে গন্তব্য পরিবর্তন করে সেখান থেকে রঘুনাথপুরে এসে ড্রাইভারকে গাছে বেঁধে মোবাইল ও গাড়ি ছিনতাই করে চম্পট দেয়। ডানকুনি থানায় অভিযোগ দায়ের হয়। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ। তিন দিনের মধ্যেই নিশ্চিন্তা থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে তোলা হবে।
পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করবে পুলিশ পাশপাশি গাড়িটি ও উদ্ধার করা হবে। গাড়ি চুরি চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা বা এই চক্রের জাল কতদূর ছড়িয়ে আছে তা তদন্ত করবে পুলিশ।

Published on: Aug 11, 2023 04:04 PM