Meteor Rain in France: কফির কাপে উল্কাপাত
ছাদে বসে কফি খেতে খেতে উল্কাপিণ্ডের আঘাতে আহত এক ফরাসি মহিলা। নিজের বাড়ির ছাদে বন্ধুর সঙ্গে গল্প করতে করতে কফিতে চুমুক দিচ্ছিলেন মহিলা। তখনই মহাশূন্য থেকে উড়ে এসে তাঁর পাঁজরে ধাক্কা মারে একটি উল্কাপিণ্ড। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ছাদে বসে কফি খেতে খেতে উল্কাপিণ্ডের আঘাতে আহত এক ফরাসি মহিলা। নিজের বাড়ির ছাদে বন্ধুর সঙ্গে গল্প করতে করতে কফিতে চুমুক দিচ্ছিলেন মহিলা। তখনই মহাশূন্য থেকে উড়ে এসে তাঁর পাঁজরে ধাক্কা মারে একটি উল্কাপিণ্ড। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জ্যোতির্বিজ্ঞানীরা এই ঘটনাকে বিরল বলছেন। মহিলার পরিচয় জানায়নি ফরাসি প্রশাসন। যদিও হাসপাতালে শুয়ে ওই মহিলা সংবাদমাধ্যমকে তাঁর অভিজ্ঞতা বলেন। প্রথমে তিনি ভাবেন বাদুড় জাতীয় কোনও প্রাণী তাঁকে ধাক্কা দিয়েছে। পরে দেখেন তাঁর ছাদে একটি পাথর পড়ে আছে। পাথরটি ফরাসি ভূতাত্ত্বিক থিয়েরি রেবম্যান পরীক্ষা করেন। তিনি জানান এই পাথর লোহা ও সিলিকনে তৈরি যা উল্কার উপাদান। ফ্রান্সের মত জলবায়ুর দেশে উল্কাপাতের ঘটনা বিরল। বায়ুমণ্ডলে ঢুকলে উল্কাতে আগুন ধরে যায়। নাসা জানাচ্ছে প্রতিদিন ৫০ টন উল্কাপাত হয় পৃথিবীতে। .
Latest Videos