Wealth in the stomach of a Dead Whale: তিমির পেটে কোটি টাকা

Wealth in the stomach of a Dead Whale: তিমির পেটে কোটি টাকা

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 15, 2023 | 1:25 PM

সমুদ্রে পাওয়া গেল বিরল প্রজাতির তিমির দেহ। বিশেষজ্ঞরা মৃত্যুর কারণ জানতে পেরেছেন। ময়নাতদন্তে জানা গিয়েছে, কোটি টাকার সম্পদ আছে মৃত তিমিটির পেটের ভেতরে। 'স্পার্ম হোয়েল' মৃত তিমিটিকে লা পালমার নগালেস সৈকত থেকে পাওয়া গিয়েছে।

সমুদ্রে পাওয়া গেল বিরল প্রজাতির তিমির দেহ। বিশেষজ্ঞরা মৃত্যুর কারণ জানতে পেরেছেন। ময়নাতদন্তে জানা গিয়েছে, কোটি টাকার সম্পদ আছে মৃত তিমিটির পেটের ভেতরে। ‘স্পার্ম হোয়েল’ মৃত তিমিটিকে লা পালমার নগালেস সৈকত থেকে পাওয়া গিয়েছে। এই প্রজাতির তিমির সংখ্যা সব থেকে কম। সারা বিশ্বে মোট তিমির ১% আছে স্পার্ম হোয়েল। বিশেষজ্ঞদের দাবি, এই তিমিটির হজমে সমস্যা হয়েছিল। স্পার্ম হোয়েলের পেট থেকে পাওয়া গিয়েছে ৯ কেজির পাথর। ওই পাথরটির মূল্য প্রায় ৪ কোটি টাকা । পশু চিকিৎসকরা জানিয়েছেন, তিমিটির বমি পরিনত হয়েছে পাথরে। একে বলা হয় ‘অ্যাম্বারগিস’। সাধারণত সুগন্ধি বানানোর জন্য এই বমি কাজে লাগানো হয়। এছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার হয় অ্যাম্বারগিস। বিরল প্রজাতির তিমির অ্যাম্বারগিস খুব দামি। একে বলা হয় সমুদ্রের ভাসমান সোনা। তিমির যেসব খাবার হজম করতে পারেনা, সেগুলি পেটে জমা হয়। তারপর সেটা কঠিন পাথরে পরিণত হয়। এই পাথরের আকার খুব বেড়ে গেলে ছিঁড়ে যায় স্পার্ম হোয়েলের পাচনতন্ত্র। বিশেষজ্ঞদের মতে, সেই জন্য মারা গেল এই তিমিটি।